#INDvsBAN-test-match-2024 India vs Bangladesh
SHARE

  • বৃষ্টির কারণে কানপুর টেস্টে আড়াই দিন খেলা হয়নি।
  • প্রথম দিনে ৩৫ ওভার খেলা হয়েছিল। দ্বিতীয় এবং তৃতীয় দিনে এক বলও খেলা হয়নি।
  • চতুর্থ দিনে বাংলাদেশকে ২৩৩ রানে অলআউট করে দিয়ে ব্যাট করতে নামে ভারত।
  • ৩০ ঘণ্টার টেস্ট ১৪ ঘণ্টায় জিতে নিল ভারত! দুই রবির স্পিনে ৭ উইকেটে হার বাংলাদেশের

জয়ের জন্য ৯৫ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামা ভারত ১৭.২ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৯৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ৭ উইকেটে কানপুর টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি ৩৭ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন। তিনি ৪টি চার মারেন। ৫ বলে ৪ রান করে নট-আউট থাকেন ঋষভ পন্ত। তিনি ১টি চার মারেন। শেষ ইনিংসে বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ ৪৪ রানে ২টি উইকেট নেন। ৩৬ রানে ১টি উইকেট নেন তাইজুল। 

প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হয়েছিল। দ্বিতীয় এবং তৃতীয় দিনে একটিও বল খেলা হয়নি। তার পরেও টেস্টে ফলাফল হল। নেপথ্যে ভারতের লাল বলে ‘টি-টোয়েন্টি ম্যাচ’ এবং বোলারদের দাপট। কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে ভারত টেস্ট জিতে নিল ৭ উইকেটে।

প্রথম দিন খেলা শুরু হয় এক ঘণ্টা দেরিতে। ম্যাচের মাঝে বৃষ্টি আসে। মধ্যাহ্নভোজের সময় বাদ দিলে ঘণ্টা তিনেক খেলা হয়। টেস্টে মধ্যাহ্নভোজ এবং চা বিরতির সময় বাদ দিলে এক দিনে ছ’ঘণ্টা খেলা হয়। অর্থাৎ পাঁচ দিনে ৩০ ঘণ্টা। সেখানে কানপুরে ভারত টেস্ট জিতে নিল মাত্র ১৪ ঘণ্টায়

টেস্টের প্রথম দিনে ৩৫ ওভারে ১০৭ রান তুলেছিল বাংলাদেশ। দু’দিন নষ্ট হওয়ার পর চতুর্থ দিনে ব্যাট করতে নেমে ২৩৩ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। ৭৪.২ ওভার ব্যাট করে তারা। ভারত ব্যাট করতে নেমেই বুঝিয়ে দেয় তারা টেস্ট জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নেমেছে। প্রথম ওভারেই যশস্বী জয়সওয়াল তিনটি চার মারেন। রোহিত শর্মা প্রথম দু’টি বলেই ছক্কা মারেন। তাঁরা বুঝিয়ে দেন দ্রুত রান তুলে বাংলাদেশকে ব্যাট করতে পাঠানোই লক্ষ্য। শুধু রোহিত বা যশস্বী নন, ভারতের সব ব্যাটারই এই লক্ষ্য নিয়ে ব্যাট করতে শুরু করেন। ইংল্যান্ডের ‘বাজ়বল’ মনে করিয়ে দিলেন তাঁরা। বাংলাদেশের বোলারেরা বুঝতেই পারছিলেন না ভারতের রান আটকাবেন কী ভাবে। ভারতের প্রথম ছ’জন ব্যাটারের মধ্যে পাঁচ জনের স্ট্রাইক রেট ছিল ১০০-র বেশি। যশস্বী ৫১ বলে ৭২ রান করেন। রোহিত ১১ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ৩৫ বলে ৪৭ রান করেন বিরাট কোহলি। লোকেশ রাহুল ৪৩ বলে ৬৮ রান করেন। তাঁদের দাপটেই ৫২ রানের লিড নেয় ভারত। ইনিংস ডিক্লেয়ার করে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়ে দেন রোহিত।

৩৬.৩ ওভারে জসপ্রীত বুমরাহর বলে ঋষভ পন্তের দস্তানায় ধরা পড়েন মেহেদি হাসান মিরাজ। ১৭ বলে ৯ রান করেন তিনি। মারেন ১টি চার। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১১৮ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তাইজুল ইসলাম। বাংলাদেশ এগিয়ে রয়েছে মোটে ৬৬ রানে।

৩১.২ ওভারে রবীন্দ্র জাদেজার বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শাকিব আল হাসান। ২ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। বাংলাদেশ ৯৪ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মেহেদি হাসান মিরাজ


SHARE