IND vs AUS 4th Test: দাপুটে শতরান নীতীশ রেড্ডির, তৃতীয় দিনে লড়াইয়ে ফিরল ভারত

বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের আগেই শেষ হয় মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনের খেলা। অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে ভারত তাদের প্রথম ইনিংসে তোলে ৯ উইকেটে ৩৫৮ রান। সুতরাং, এখনও ১১৬ রানে পিছিয়ে ভারত। হাতে রয়েছে ১টি উইকেট। নীতীশ রেড্ডি ১০৫ রানে নট-আউট থাকেন। অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড। ২টি উইকেট নিয়েছেন নাথান লিয়ন।

১১৬ ওভারের শেষে মন্দ আলোর জন্য থমকায় ম্যাচ। পরে হালকা বৃষ্টি নামে মেলবোর্নে। প্রথম ইনিংসে ভারতের স্কোর ৯ উইকেটে ৩৫৮ রান। নীতীশ রেড্ডি ১০৫ রানে ব্যাট করছেন। ১৭৬ বলের ইনিংসে তিনি ১০টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ৭ বলে ২ রান করেছেন মহম্মদ সিরাজ। ভারত পিছিয়ে রয়েছে ১১৬ রানে।

১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭১ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন নীতীশ রেড্ডি। টেস্ট কেরিয়ারে এটি নীতীশের প্রথম শতরান। ১১৫ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৯ উইকেটে ৩৫৫ রান। নীতীশ ১০৪ রানে ব্যাট করছেন। ৪ বল খেলে এখনও খাতা খোলেননি সিরাজ। ভারত পিছিয়ে রয়েছে ১১৯ রানে।