বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের আগেই শেষ হয় মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনের খেলা। অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে ভারত তাদের প্রথম ইনিংসে তোলে ৯ উইকেটে ৩৫৮ রান। সুতরাং, এখনও ১১৬ রানে পিছিয়ে ভারত। হাতে রয়েছে ১টি উইকেট। নীতীশ রেড্ডি ১০৫ রানে নট-আউট থাকেন। অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড। ২টি উইকেট নিয়েছেন নাথান লিয়ন।
১১৬ ওভারের শেষে মন্দ আলোর জন্য থমকায় ম্যাচ। পরে হালকা বৃষ্টি নামে মেলবোর্নে। প্রথম ইনিংসে ভারতের স্কোর ৯ উইকেটে ৩৫৮ রান। নীতীশ রেড্ডি ১০৫ রানে ব্যাট করছেন। ১৭৬ বলের ইনিংসে তিনি ১০টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ৭ বলে ২ রান করেছেন মহম্মদ সিরাজ। ভারত পিছিয়ে রয়েছে ১১৬ রানে।
১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭১ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন নীতীশ রেড্ডি। টেস্ট কেরিয়ারে এটি নীতীশের প্রথম শতরান। ১১৫ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৯ উইকেটে ৩৫৫ রান। নীতীশ ১০৪ রানে ব্যাট করছেন। ৪ বল খেলে এখনও খাতা খোলেননি সিরাজ। ভারত পিছিয়ে রয়েছে ১১৯ রানে।