IND vs BAN live প্রথম দিনের লাঞ্চে জুটি বেঁধে লড়ছেন যশস্বী-ঋষভ
SHARE

প্রথম দিনের লাঞ্চে ভারত ৩ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করেছে। টিম ইন্ডিয়া ব্যাট করছে সাকুল্যে ২৩ ওভার। যশস্বী জসওয়াল ব্যাট করছেন ৬২ বলে ৩৭ রান করে। তিনি ৬টি টি চার মেরেছেন। কামব্যাকে ৪৪ বলে ৩৩ রান করে নট-আউট রয়েছেন ঋষভ পন্ত। তিনি ৫টি চার মেরেছেন। প্রথম সেশনে বাংলাদেশের হয়ে ৩টি উইকেটই নিয়েছেন হাসান মাহমুদ।

১৯.১ ওভারে অল্পের জন্য আউট হতে হতে বাঁচেন ঋষভ পন্ত। তাসকিন আহমেদের ধীর গতির শর্ট পিচড ডেলিভারিতে পুল শট খেলার চেষ্টা করেন পন্ত। বল উড় যায় ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ারে। সেখানে ফিল্ডিং করছিলেন শাকিব আল হাসান। তিনি ক্ষিপ্রতা দেখাতে পারেননি। ফলে বল ড্রপ করে শাকিবের ঠিক সামনে। ২০ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৩ উইকেটে ৭৬ রান। যশস্বী ৩৬ ও পন্ত ২২ রানে ব্যাট করছেন।

১৪তম ওভারে ভারত দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে। ১৫ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ৫৭ রান। ৪৩ বলে ২৬ রান করেছেন যশস্বী জসওয়াল। তিনি ৪টি চার মেরেছেন। পন্ত ব্যাট করছেন ১৫ বলে ১৩ রান করে। তিনি ২টি চার মেরেছেন। হাসান মাহমুদ ৭ ওভারে ১৪ রান খরচ করে ৩টি উইকেট নিয়েছেন।

বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে। হাসান মাহমুদের তৃতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন বিরাট কোহলি। ৯.২ ওভারে হাসানের বলে উইকেটকিপার লিটন দাসের দস্তানায় ধরা দেন বিরাট। ৬ বলে ৬ রান করেন তিনি। ভারত দলগত ৩৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ঋষভ পন্ত।

ভুল শটে আউট শুভমন গিল। ৭.৩ ওভারে হাসান মাহমুদের লেগ স্টাম্পের বাইরের বলে ফ্লিক করতে গিয়ে ব্যাটের কানা লাগিয়ে বসেন গিল। বল চলে যায় কিপার লিটন দাসের দস্তানায়। ৮ বল খেলেও খাতা খুলতে পারেননি গিল। ভারত ২৮ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিরাট কোহলি। হাসান ৪ ওভারে ৬ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন। যশস্বী ব্যাট করছেন ১৭ রানে।


SHARE