নমুনা দিতে রাজি না হওয়ায় কুস্তিগির বজরং পুনিয়াকে নিলম্বিত (সাসপেন্ড) করেছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা)। ফলে কোনও প্রতিযোগিতায় নামতে পারবেন না বজরং। অক্টোবরে কুস্তির বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামতে চান বজরং। সেই কারণে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। সাসপেনশন তুলে নেওয়ার দাবি করেছেন বজরং।
চলতি বছর হরিয়ানার সোনপতে অলিম্পিক্সের জন্য কুস্তির ট্রায়াল চলছিল। সেখানেই নাডা-র প্রতিনিধিদের নমুনা দিতে অস্বীকার করেন বজরং। তার পরেই নাডা-র রিপোর্টের উপর ভিত্তি করে ‘ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং’ গত ২৩ এপ্রিল বজরংকে নিলম্বিত করে। পরবর্তী নির্দেশ পর্যন্ত তিনি কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না বলে জানিয়ে দেওয়া হয়।
সেই সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে আবেদন করেছেন বজরং। তাঁর অভিযোগ, যিনি নমুনা নিতে এসেছিলেন তিনি যে যন্ত্রাংশ নিয়ে এসেছিলেন তার ব্যবহারের সময়সীমা পেরিয়ে গিয়েছিল। তাঁকে দু’টি প্রতিযোগিতার মাঝে জোর করে নমুনা দিতে বলা হয়েছিল। এমনকি, তাঁর নাম তালিকায় না থাকার পরেও তাঁর নমুনা নেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী কুস্তিগির।