বাংলাদেশ শেষ ১৪৯ রানে, ভারতের রানের পাহাড়ে চাপা পড়ার শঙ্কা নিয়ে দ্বিতীয় দিন পার বাংলাদেশের

চেন্নাইয়ের টেস্ট ম্যাচে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার দুর্দান্ত ব্যাটিং প্রশংসায় পঞ্চমুখ সকলে। সপ্তম উইকেটে ১৯৯ রানের জুটি গড়েন অশ্বিন ১১৩ রান করার পর আউট হন যখন জাদেজা ৮৬ রান করে আউট হন। তাদের উভয় ইনিংসের ভিত্তিতে, ভারতীয় দল প্রথম ইনিংসে ৩৭৬ রান করতে সফল হয়েছিল। অশ্বিন ও জাদেজার দুর্দান্ত পারফরম্যান্স দেখে প্রতিক্রিয়া দিয়েছেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান সঞ্জয় মঞ্জরেকর।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশের বিপক্ষে ২২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় ভারত। দলীয় ১৫ রানে ৭ বলে ৫ রান করে আউট হন রোহিত। তাকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ।

বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয়েছে ভারত। জবাবে ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ২২৭ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা। এতে মোট ৩০৮ রানের লিড পেয়েছে ভারত অর্থাৎ ভারতের রানের পাহাড়ে চাপা পড়ার শঙ্কা নিয়ে দ্বিতীয় দিন পার করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

বাংলাদেশ শেষ ১৪৯ রানে

ভারতের থেকে ২২৭ রানে পিছিয়ে রইল বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩৭৬ রান তুলেছিল ভারত। ১৪৯ রানে শেষ বাংলাদেশ। ৪ উইকেট নিলেন বুমরা। দু’টি করে উইকেট নিলেন আকাশ দীপ, মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাডেজা। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান শাকিব আল হাসানের। ৩২ রান করেন তিনি।

CRICKET IND BAN TEST 49 1726824550007 1726824723241

৪৭.১ ওভারে মহম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন নাহিদ রানা। ২টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১১ রান করেন তিনি। ভারতের ৩৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় মাত্র ১৪৯ রানে। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ২২৭ রানের বড় লিড নেয় টিম ইন্ডিয়া। ৫২ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন মেহেদি হাসান মিরাজ। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ভারতের হয়ে প্রথম ইনিংসে ৪টি উইকেট নেন বুমরাহ। ২টি করে উইকেট দখল করেন সিরাজ, জাদেজা ও আকাশ দীপ।

৪২.৪ ওভারে জসপ্রীত বুমরাহর বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তাসকিন আহমেদ। ২১ বলে ১১ রান করেন তিনি। মারেন ১টি চার। বাংলাদেশ ১৩০ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নাহিদ রানা। বুমরাহর এটি ইনিংসে চতুর্থ শিকার।

৩৯.৫ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে তাসকিন আহমেদের ক্যাচ ছাড়েন মহম্মদ সিরাজ। যদিও সহজ ছিল না ক্যাচ। সিরাজ শূন্যে শরীর ছুঁড়ে বলে হাত লাগালেও তালুবন্দি করতে পারেননি। ৪০ ওভার শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের স্কোর ৮ উইকেটে ১২৬ রান। ১৯ রানে ব্যাট করছেন মেহেদি হাসান। ৭ রান করেছেন তাসকিন|