আইসিসির ডেডলাইন অনুযায়ী ১২ জানুয়ারির মধ্যে আইসিসি চ্যাম্পিয়ন্সট্রফিতে অংশগ্রহণকারী সবকটি দলকে ঘোষণা করতে হত তাদের স্কোয়াড। একাধিক দেশ ঘোষণা করলেও এখনও বিসিসিআই স্কোয়াড ঘোষণা করেনি।
প্রাথমিকভাবে মনে করা হয়েছিল ১১ বা ১২ জানুয়ারি হতে পারে ভারতের দল ঘোষণা। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা করলেও ওডিআই সিরিজ ও চ্যাম্পিয়ন ট্রফির জন্য দল ঘোষণা করেনি বিসিসিআই।
তবে রবিবার ডেডলাইন থাকলেও ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি দল ঘোষণা তো দূর, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেরও দল ঘোষণা হয়নি। তারপরও প্রশ্ন ওঠে কবে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করে হবে?
দল ঘোষণা না হলেও বড় আপডেট দিয়েছেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা। জানিয়ে দিলেন কবে হবে ভারতের দল ঘোষণা। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বিসিসিআই ১৮-১৯ জানুয়ারি একটি বৈঠক করবে, যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য চূড়ান্ত স্কোয়াড নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
অস্ট্রেলিয়া সফরে দল থাকায় বিসিসিআইয়ের তরফ থেকে আইসিসির কাছে আগেই আবেদন করা হয়েছিল ভারতের জন্য সময়সীমা বাড়ানোর জন্য। তবে ভারতের দল ঘোষণায় দেরি হওয়ার অন্যতম কারণ হতে পারে জসপ্রীত বুমরাহের চোট।