সূর্যমনিনগরে যুব মোর্চার সমাবেশ, এলাকার সকল দায়িত্ব যুব মোর্চার: বিধায়ক রামপ্রসাদ

প্রসেনজিৎ দাস, আগরতলা: ১৮ সূর্যমনিনগরে আর কোনো অশুভ শক্তি কাজ করতে পারবে না। এটাই যুব কর্মীদের দ্বারা আমরা উপলব্ধি করছি। সূর্যমনিনগর মন্ডল যুব মোর্চার আয়োজিত যুবক সমাবেশে গিয়ে এই কথা বলেন বিধায়ক রামপ্রসাদ।

প্রসঙ্গত, আজ কাঠালতলী স্কুল ময়দানে ১৮ সূর্যমনিনগর বিধানসভা কেন্দ্রের সূর্যমনিনগর মন্ডল যুব মোর্চার উদ্যোগে এক যুবক সমাবেশের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ তথা এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল।

বিধায়ক বলেন, দেশ এবং রাজ্য গঠনে যুব সমাজের অনন্য ভূমিকা রয়েছে। যুবমোর্চাই যেন এই এলাকার সকল দায়িত্ব নেয়। তাই মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করার লক্ষ্যে যুবসমাজের কাছে আহ্বান জানান উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল।