Screenshot 20240930 2340142
SHARE

বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। সম্প্রতি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের একটি অনুষ্ঠানে গিয়ে নিজের বিশেষ সহকারি মাহফুজ আলমকে ‘জুলাই বিপ্লবের’ মাস্টারমাইন্ড হিসাবে পরিচয় দিয়েছিলেন।

আসলে বাংলাদেশের ওই আন্দোলন কার্যত এখন জুলাই বিপ্লব বলেই পরিচিত। ইউনুস তখন বিদেশে। আন্দোলনে উত্তাল হয়েছিল বাংলাদেশ। এদিকে মাহফুজ আলমের এই ভূমিকাকে ঘিরে ইতিমধ্যেই নেট দুনিয়ায় নানা কথা উঠতে শুরু করেছে। 

এনিয়ে মুখ খুলেছেন মহম্মদ নাহিদ ইসলাম। বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উপদেষ্টা হিসাবে তিনি নিয়োজিত রয়েছেন। বাংলাদেশের একটি সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন গোটা বিষয়টি। তিনি জানিয়েছেন, আন্দোলনের মস্তিস্ক বা মাস্টারমাইন্ড শব্দটির সঙ্গে তিনি একমত নন। তিনি বলেন, জুলাইয়ের এই আন্দোলন ছিল একেবারে লিডারলেস। সাধারণ মানুষই এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন।

তিনি জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাধারই শিক্ষার্থীদের একটা প্লাটফর্ম। যেখানে বিভিন্ন দলের নেতারাও ছিলেন। আন্দোলন পরিচালনার ক্ষেত্রে অনেকেই বুদ্ধি পরামর্শ দিয়েছিলেন। তাহলে ইউনুস হঠাৎ মাহফুজ আলমকে এগিয়ে দিলেন কেন?


SHARE