বিগত বেশ কয়েকদিন ধরেই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের দাবানল ছড়িয়ে পড়ছে। একের পর এক বাড়িঘর পুড়ে ছাই হয়ে যাচ্ছে এতে। এদিকে এই প্রাকৃতিক দুর্যোগের জেরে মৃতের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে মার্কিন মুলুকে। এই আবহে স্থানীয় প্রশাসনের সর্বশেষ আপডেট অনুযায়ী, এখনও পর্যন্ত এই দাবানলে মৃত্যু হয়েছে ২৪ জনের। মৃতদের মধ্যে আটজনকে পালিসেডস ফায়ার জোনে এবং ১৬ জনকে ইটন ফায়ার জোনে পাওয়া গিয়েছে বলে এএফপি রিপোর্ট করেছে।
এখনও পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের পশ্চিম দিকের দাবানলের আগুন ২৩ হাজার ৭১৩ একর জমি গ্রাস করেছে। এদিকে ইটন ফায়ার জোনের বলে পুড়ে ছাই হয়েছে ১৪ হাজার ১১৭ একর জমি। এদিকে শহরের উত্তর দিকের দাবানলের আগুন ৮৯ শতাংশ নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া শহরের আশেপাশে আরও যে দু’টি দাবানল ছিল, তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার বন দফতর এবং দমকল বিভাগ।
এই দাবানলের জেরে এখনও পর্যন্ত প্রায় ২ লাখ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া আরও ২ লাখ মানুষকে শীঘ্রই ঘরছাড়া করার নির্দেশ দেওয়া হয়েছে। দাবানলের আগুন যে গতিতে ছড়িয়ে পড়ছে এবং সামগ্রিক পরিস্থিতি যে দিকে যাচ্ছে, তাতে রীতিমতো বেগ পেয়ে হচ্ছে স্থানীয় প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকল কর্মীদের। স্থানীয় মিডিয়ার রিপোর্টে দাবি করা হয়েছে, অপর্যাপ্ত অগ্নিনির্বাপণ পরিকাঠামো নিয়েই পরিস্থিতির মোকাবিলা করছে দমকল বাহিনী।