শ্রেয়া ঘোষালের কনসার্ট দেখে ফেরার সময় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ

গতকাল রাতে অভয়নগর ব্রীজের উপর দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন একজন গাড়ি চালক। তাঁকে দ্রুত জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা কন্ট্রোল রুমে খবর দিলে সেখান থেকে দূর্ঘটনাগ্রস্থ দের সহায়তা করতে ছুটে আসেন কর্মীরা।

এদিকে পুলিশকেও এই দুর্ঘটনা সম্পর্কে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করে যায়।

কন্ট্রোল রুম থেকে আসা জনৈক কর্মী জানিয়েছেন, শ্রেয়া ঘোষালের অনুষ্ঠান থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।

তিনি আরো বলেন, ঘটনাস্থলে পৌঁছে তিনি আহত কাউকে পান নি। এর আগেই আহতদের জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রতক্ষ্যদর্শীদের থেকে একজন চালক আহত হওয়ার ব্যাপারে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি গাড়ি ভগবান ঠাকুর চৌমুহনী থেকে অভয়নগর এর দিকে যাচ্ছিল এবং অপরটি অভয়নগর দিকের থেকে ভগবান ঠাকুর চৌমুহনীর র দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে ।