ট্রাম্পের (Donald Trump) মসনদে কার্যত ভারতীয় বংশোদ্ভূতদের ছড়াছড়ি। প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ পদ পরিচালনার জন্য ভারতীয়দের উপরেই ভরসা রেখেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার তাঁর প্রশাসনে যুক্ত হতে চলেছেন আরো এক ভারতীয় বংশোদ্ভূত নারী। দীর্ঘদিনের সমর্থক হরমিত কে ধিলোঁকে এবার এক গুরুত্বপূর্ণ পদের জন্য বেছে নিলেন হবু মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন মানবাধিকার কমিশনের শীর্ষ পদে বসতে চলেছেন হরমিত।
ট্রাম্পের (Donald Trump) প্রশাসনে বিশেষ পদ হরমিতের
সোমবার হরমিতের নাম ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বলেন, দীর্ঘদিন ধরে মানবাধিকার রক্ষার জন্য সরব হয়েছেন হরমিত। বাকস্বাধীনতার পক্ষে, কোভিডের সময় খ্রিস্টানদের একসঙ্গে প্রার্থনা করার নিষেধাজ্ঞার বিরুদ্ধে এবং কর্মীদের মধ্যে ভেদাভেদ করা সংস্থাগুলির বিরুদ্ধে সূর চড়িয়েছেন তিনি।’ পাশাপাশি একজন আইনজীবী হিসেবেও হরমিতের পেশাগত দক্ষতার প্রশংসা করেন ট্রাম্প (Donald Trump)।
কে এই হরমিত কে ধিলোঁ: ভারতীয় বংশোদ্ভূত হরমিত ট্রাম্পের (Donald Trump) একনিষ্ঠ সমর্থক হিসেবেই পরিচিত। তাঁর জন্ম ভারতেই। তবে মাত্র দু বছর বয়সেই বাবা মায়ের সঙ্গে দেশ ছেড়ে নর্থ ক্যারোলিনায় চলে যান তিনি। সেখানেই বড় হয়ে ওঠা তাঁর। পরে তিনি নিউ ইয়র্কে চলে আসেন। ২০০৬ সালে সান ফ্রান্সিসকোতে আইনজীবী হিসেবে নিজের পেশা শুরু করেন হরমিত।
নিজের দলের সমর্থন পাননি: ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের (Donald Trump) প্রচারে হরমিতই ছিলেন তাঁর আইনি পরামর্শদাতা। নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলাও করেছিলেন ট্রাম্প। সে সময়ও তাঁর পাশে ছিলেন হরমিত। ট্রাম্প (Donald Trump) ঘনিষ্ঠতার জেরে নিজের দলের মধ্যেই একাংশের রোষের মুখে পড়েছেন তিনি।
মূলত হরমিতের ধর্ম পরিচয়ই তাঁর রাজনৈতিক কেরিয়ারে উন্নতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শিখ ধর্মের হরমিতকে রিপাবলিকান পার্টিরই একাংশ মেনে নিতে পারেননি। তবে দলের বিরুদ্ধে গিয়েই তাঁকে প্রশাসনে জায়গা দিতে চলেছেন ট্রাম্প। সব ঠিকঠাক থাকলে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ফর সিভিল রাইটস পদ পাবেন হরমিত।