ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি পরিবর্তন করতে চাইছে দলের পুরনো কার্যকরতা থেকে শুরু করে যুব নেতৃত্বরা।দলে আদর্শবানরা চাইছে আদর্শ বান সভাপতি, সুদীপ বর্মনদের মতো দল বদলো দের নেতৃত্বে আর চায়না ত্রিপুরা রাজ্যের মানুষ। দলের প্রশ্নের মুখে যুব নেতৃত্বরা বাপটু,পুজন, সুশান্ত ,ধীমানরা। রাজ্যে নতুন সভাপতি নাম ঘোষণা হতে পারে কিছু দিনের মধ্যে। এআইসির নজরে বীরজীৎ সিনহা ওই বীকল্প । এখন দেখার বিষয় বিরোজীৎ সিনহার নেতৃত্বে কি দলের একনিষ্ঠ যুবনক্ষত্ররা সরকার বিরোধী আন্দোলন গড়ে তুলবে কী না ?