ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার সালেমা এলাকার কৃষি বিজ্ঞান কেন্দ্রে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো বিশ্ব মৃত্তিকা দিবস ও কৃষি স্বর্ণ সমৃদ্ধি সপ্তাহ। এদিনের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, বিধায়ক পল ড্যাংশু, শম্ভু লাল চাকমা, মনোজ কান্তি দেব, স্বপ্না পাল দাস, সমাজ সেবী ও কৃষি বিজ্ঞান কেন্দ্রের সদস্য প্রদীপ বরণ রায়, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ড. এস দাস, ডেপুটি ডিরেক্টর ড. রাজীব ঘোষসহ অন্যান্য কর্মকর্তারা।
গাছের চারা লাগিয়ে কর্মসূচীর সূচনা করেন মন্ত্রী। তারপর কৃষি বিজ্ঞান কেন্দ্রের গবেষণা প্লটে উৎপাদিত নানান সবজি ও ফলের একটি প্রদর্শনী স্টল খুলা হয়, এই স্টলের উদ্বোধন করেন। পাশাপাশি অন্যান্য স্টলও ঘুরে দেখেন। এরপর প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। তারপর বিজ্ঞান কেন্দ্রের বিভিন্ন প্রকাশনার অনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। সেই সঙ্গে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি ও নানা ধরনের বীজ তোলে দেওয়া হয়। পাশাপাশি ৩জন কৃষকের হাতে মাটির স্বাস্থ্য পরীক্ষার সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন, বর্তমানে সকারের মূল লক্ষ্য হচ্ছে রাজ্যের সকল অংশের মানুষের জন্য কাজ করা। এক্ষেত্রে কৃষকসহ অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়ন পৌঁছে দিতে নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। উন্নয়নের প্রসঙ্গ সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী জানান, আগের বাম সরকারের সময় ২৫ বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেয়েছেন মাত্র ৭২হাজার মানুষ আর বর্তমান সরকারের ৬ বছরে ঘর পেয়েছেন ৪লক্ষ ৯২ হাজার মানুষ। তিনি আরো বলেন কেন্দ্রীয় সরকারের মূল লক্ষ্য হচ্ছে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তোলা, এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে রাজ্য সরকারও।