ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা টিবিএসই সদ্য ঘোষণা করেছে দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৫ সালের পরীক্ষার তারিখ। যে তথ্য পেশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ত্রিপুরার দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হতে চলেছে ২৪ ফেব্রুয়ারি ২০২৫ থেকে। আর তা চলবে ২২ মার্চ, ২০২৫ পর্যন্ত। এছাড়াও ত্রিপুরা বোর্ড মাধ্যমিক শুরু হচ্ছে ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে শুরু হচ্ছে। আর তা শেষ হবে ২০২৫ সালের ১৮ মার্চ।
পরীক্ষার সময়:-
ত্রিপুরা বোর্ড সেকেন্ডারি এডুকেশন জানিয়েছে, দশম শ্রেণির ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা একটি শিফ্টেই হবে। আর তার সময় দুপুর ১২ টা থেকে দুপুর ৩.১৫ মিনিট পর্যন্ত থাকবে। তবে কিছু বিষয়ের জন্য পরীক্ষা ১২ টা থেকে শুরু হলেও তা শেষ হবে দুপুর ১.১৫ মিনিট নাগাদ। এছাড়াও টিবিএসই ২০২৫ মাদ্রাসা আলিম (দশম শ্রেণি)র পরীক্ষারও তারিখের তালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়াও দ্বাদশের জন্য মাদ্রাসা ফাজিলের জন্যও পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। কলা ও থিওলজিতে মাদ্রাসা ফাজিলের পরীক্ষা শুরু হচ্ছে ২০২৪ সালের ফেব্রুয়ারির ২৪ তারিখ থেকে আর তা শেষ হবে মার্চ ১৭, ২০২৫ পর্যন্ত। মাদ্রাসা আলিমের পরীক্ষা দশম শ্রেণির জন্য পরীক্ষা হবে ২৫ ফেব্রুয়ারি, থেকে, শেষ হবে ১৮ মার্চ, ২০২৫ তে।
পরীক্ষার তারিখ:-
ত্রিপুরা বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা- ২৫ ফেব্রুয়ারি পরীক্ষার প্রথম দিনে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি পরীক্ষা হবে। পরে তারা ২৮ ফেব্রুয়ারি বাংলা/কোকবোরোক/হিন্দি/মিজো ভাষার পরীক্ষা এবং তারপরে সামাজিক বিজ্ঞান (ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান) এবং সামাজিক বিজ্ঞান (অর্থনীতি, ভূগোল) ৪ মার্চ, বিজ্ঞান (পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান) ৮ মার্চ, গণিত (বেসিক এবং স্ট্যান্ডার্ড) ১৩ মার্চ এবং বৃত্তিমূলক বিষয় ১৮ মার্চ পরীক্ষা হবে।
দ্বাদশ শ্রেণির জন্য যে পরীক্ষার তারিখ রয়েছে, তা হল, ২৪ ফেব্রুয়ারি ইংরেজি পত্র দিয়ে পরীক্ষা শুরু হবে। পরবর্তীতে বাংলা, হিন্দি, ককবোরোক, ২৭ ফেব্রুয়ারি মিজো, ১ মার্চ রসায়ন ও রাষ্ট্রবিজ্ঞান, ৩ মার্চ বিজনেস স্টাডিজ, শিক্ষা ও পদার্থবিদ্যা, হিসাববিজ্ঞান, জীববিজ্ঞান, ৫ মার্চ ইতিহাস, ৭ মার্চ গণিত ও দর্শন, ১০ মার্চ অর্থনীতি, ১২ মার্চ মনোবিজ্ঞান, ১২ মার্চ ভূগোল ১৪, ১৭ মার্চ সংস্কৃত, আরবি এবং পরিসংখ্যান, ১৯ মার্চ সমাজবিজ্ঞান, ২১ মার্চ কম্পিউটার সায়েন্স এবং মিউজিক এবং ২২ মার্চ বৃত্তিমূলক বিষয়।