RGKar mamata Banerjee
SHARE

শিয়ালদহ আদালতে আজ, সোমবার থেকে শুরু হচ্ছে সাক্ষ্য গ্রহণ। দেড়টার মধ্যে আদালেত এসে পৌঁছন তিলোত্তমার বাবা। এদিন তিনি সাক্ষ্য দেবেন।সূত্রের খবর, প্রথমে সিবিআইয়ের পক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ হবে। প্রথম পর্বে প্রায় ৫০ জনের নাম রয়েছে এই তালিকায় বলে খবর। তাঁরা সাক্ষ্য দেবেন। সব মিলিয়ে ১২৮ জন সাক্ষীর তালিকা তৈরি করা হয়েছে। আরজি কর খুন ও ধর্ষণ মামলায় ইন ক্যামেরা ট্রায়াল হবে সঞ্জয় রায়ের। ইতিমধ্যেই শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয়েছে তাকে।

৪ নভেম্বর চার্জ গঠনের দিন শিয়ালদহ আদালতের বাইরে দাঁড়িয়ে মূল অভিযুক্ত সঞ্জয় রায় দাবি করেছিলেন, তিনি নির্দোষ, ষড়যন্ত্রের শিকার। সাক্ষ্যপর্বে তাঁর তরফে কারও বক্তব্য থাকলে সেই সাক্ষ্যও গ্রহণ করা হবে। আদালত আগেই নির্দেশ দিয়েছে, রোজই এই শুনানি পর্ব চলবে। সেই মতো শনিবার ও রবিবার ছুটির দিন বাদ দিয়ে প্রতিদিনই শুনানি হবে।


SHARE