pradyot manikya
SHARE

১২৫ তম সংবিধান সংশোধনী বিল নিয়ে আবারো মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে তিপরা মথা। রবিবার আগরতলা শহরের এক বেসরকারি হোটেলে সাংবাদিক সম্মেলন করে আন্দোলন কর্মসূচি ঘোষণা দিয়েছেন দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। তিনি জানিয়েছেন আগামী ১৪ নভেম্বর সারা রাজ্যে শান্তিপূর্ণভাবে রাজ্যপালের উদ্দেশ্যে ডেপুটেশন দেওয়া হবে। তিপরা মথার ব্লক স্তরের কর্মীরা মহকুমা শাসক কিংবা জেলা শাসক মারফত এই ডেপুটেশন প্রদান করবে।

তিনি এদিন জানিয়েছেন, এই দাবি নিয়ে তারা দীর্ঘদিন ধরে লড়াই করছে। জনজাতিদের স্বার্থে আবারও এই দাবি নিয়ে সরব হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দাবি পূরণ করার ক্ষমতা মুখ্যমন্ত্রীর নেই। পার্লামেন্টে এই বিল পাস করা সম্ভব। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, সবকটি রাজনৈতিক দলের নেতৃত্ব এই বিল পাশ করার জন্য সহমত পোষণ করলেও কেন এখন পর্যন্ত এই বিল পাস হচ্ছে না। তিনি আরো দাবি করেন, বিগত দিনের দাবি গুলি থেকে এক ইঞ্চিও তিনি সরে আসেননি। যেদিন ৯০ শতাংশ দাবি কেন্দ্র সরকার পূরণ করবে সেদিন ১০ শতাংশ দাবি পূরণ না হলেও সরকারের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হবে।

কিন্তু ৯০ শতাংশ দাবি পূরণ করতে হবে বলে কেন্দ্র সরকারের উদ্দেশ্যে তিনি বলেন। আরো জানিয়েছেন গত কয়েকদিন আগে কেন্দ্র সরকারের সাথে যেটি প্রার্থী চুক্তি হয়েছে সেগুলো আবারও ওয়াকিবহুল করা হবে কেন্দ্র সরকারকে। যতক্ষণ না পর্যন্ত দাবি পূরণ হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে বলেও তিনি সরকারের উদ্দেশ্যে বলেন। কোন জাতির বিরুদ্ধে এ লড়াই না হলেও জনজাতিদের উন্নয়নের জন্য দাবিগুলি সরকারকেই পূরণ করতে হবে। আর এ বিষয়টি কেন্দ্র সরকারকে চিন্তা করা দরকার।

কারণ এই দাবিগুলো নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই চলছে। এটা কোন রাজনৈতিক লড়াই নয়। তিনি আরো বলেন, আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনে বিজেপির সাথে জোট হয়ে লড়াই করা হবে কিনা সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। উল্লেখ্য, প্রদ্যোত কিশোর দেববর্মণ দাবি করে চলেছেন গ্রেটার তিপরাল্যান্ড, রাজ্যের বিধানসভার ৬০ টি আসনের মধ্যে ২৬ টি আসন জনজাতিদের জন্য সংরক্ষিত করা, এছাড়াও বহু দাবি সরকারের উদ্দেশ্যে রেখেছেন শ্রী দেববর্মণ। আয়োজিত এ দিনের সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন টি টি এ ডি সি -র চেয়ারম্যান জগদীশ দেববর্মা।


SHARE