PABITRA KAR CPIM TRIPURA
SHARE

বন্যার পর আড়াই মাস অতিক্রান্ত হয়ে চলেছে, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত আড়াই লক্ষাধিক কৃষক পরিবারকে কোন সহযোগিতা করা হয়নি। রবিবার কৃষক সভার কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। তিনি বলেন, প্রায় ৯০ শতাংশ জল সেচের মেশিন নষ্ট হয়ে আছে। কোন হেলদোল নেই সরকারের। অর্থনীতি পুরোপুরিভাবে মুখ থুবড়ে পড়েছে।

চারদিকে শুধু হাহাকার। গুরুতর আর্থিক বিপর্যয় নেমে এসেছে রাজ্যে। বহুবার রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয়েছিল জাতীয় বিপর্যয় ঘোষনা করার জন্য। তাহলে কেন্দ্র সরকারের পক্ষ থেকে সহযোগিতা করতে বাধ্য। কিন্তু আড়াই মাসে এখন পর্যন্ত রাজ্যের ক্ষতিগ্রস্ত মানুষকে কোন ধরনের আর্থিক সহযোগিতা করেনি কেন্দ্র সরকার। রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল নাথের সাথে দেখা করে কৃষকদের অন্তত সহযোগিতা করার জন্য দাবি জানানো হয়েছে। তিনি স্বীকার করেছেন কেন্দ্র থেকে কোন সহযোগিতা করা হয়নি।

 তিনি বলেছেন মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে রাজ্যে কৃষকদের সহযোগিতা করার জন্য দাবি জানানোর জন্য।

শ্রী কর আরো বলেন, এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অমরপুর, সাব্রুম, শান্তির বাজার এবং বিলোনিয়ার কৃষকরা। এছাড়াও সারা রাজ্যের কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে কৃষকদের স্বার্থে আগামী দিন প্রত্যেক ব্লকেও ডেপুটেশন দেওয়া হবে। স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে কৃষকদের দ্রুত সহযোগিতা করার জন্য দাবি জানানো হবে বলে জানান পবিত্র কর। কেন্দ্রীয় পর্যবেক্ষক টিমের সমালোচনা করে বলেন তারা রাজ্যে এসেছিল ক্ষতির পরিমাণ দেখতে, কিন্তু এখন পর্যন্ত কোনো সহযোগিতা তারা করে নি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের নেতা রতন দাস।


SHARE