যাত্রী ভিড় লাঘবে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে আগরতলা-শিয়ালদহ রুটে একমুখী স্পেশাল ট্রেন চালাবে। আগামী ২৩ অক্টোবর ওই রুটে ট্রেনটি চলবে। আজ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের তরফে এই ঘোষণা দেওয়া হয়েছে।
ওই ট্রেনের বাণিজ্যিক স্টপেজ আমবাসা, ধর্মনগর, নিউ করিমগঞ্জ, বদরপুর জং., নিউ হাফলং, লামডিং, লঙ্কা, হোজাই, চাপারমুখ জং, জাগি রোড, গুয়াহাটি, কামাখ্যা, গোয়ালপাড়া, নিউ বোঙ্গাইগাঁও, কোকরাঝাড়, নিউ কোচবিহার, ধুপগুড়ি, নিউ জলপাইগুড়ি, কিষাণগঞ্জ, বারসুই জং., কুমেদপুর, মালদা টাউন, নিউ ফারাক্কা জং, পাকৌর, রামপুর হাট, সাঁইথিয়া, বোলপুর শান্তিনিকেতন, বর্ধমান, দক্ষিণেশ্বরে থাকবে। ওই ট্রেনে একটি এসি-২ টিয়ার, পাঁচটি এসি-৩ টিয়ার, ৯টি স্লিপার কামরা, ৪টি দ্বিতীয় শ্রেণীর সাধারণ কামরা, ২ টি জিএসএলআরডি মিলিয়ে মোট ২১টি কামরা থাকবে।