উন্নততর, ঐক্যবদ্ধ, ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল ভারত গড়ার লক্ষ্যে রাজ্য জুড়ে প্রদেশ কংগ্রেসের আহ্বানে চলছে সংহতি পদযাত্রা। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস থেকে শুরু হয়েছে এই পদযাত্রা। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার সদর জেলা কংগ্রেসের উদ্যোগে সংহতি পদযাত্রা সংগঠিত করা হয়।
এইদিন ৮ নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের সেবক সংঘ এলাকায় এই সংহতি পদযাত্রা সংগঠিত করা হয়। পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়, কংগ্রেস বিধায়ক সুদিপ রায় বর্মণ, প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সহ অসংখ্য কংগ্রেস কর্মী সমর্থক। কংগ্রেস বিধায়ক আশিস কুমার সাহা জানান, রাজ্যে অরাজকতা চলছে। রাজ্যে আইনের শাসন সম্পূর্ণ ভাবে ভেঙ্গে পড়েছে। রাজ্যের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।
উৎসবের মাসে রাজ্যে ৬ টি খুন ও ৭ টি নারী সংক্রান্ত অপরাধ হয়েছে। রাজ্যে সুশাসনের নামে চলছে দুর্শাসন। মানুষ বর্তমানে দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। তিনি এইদিন অভিযোগ করেন কংগ্রেসের সংহতি পদযাত্রাকে ভেস্তে দেওয়ার চেষ্টা চলছে।