আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে সরব গোটা বাংলা। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অন্দরে তরুণী চিকিৎসকের মৃত্যুতে ধর্ষণ ও খুনের অভিযোগ নিয়ে চলছে তদন্ত। এদিকে এই ভয়াবহ মৃত্যু নিয়ে বিচারের আশায় আজও পথে নেমেছেন মানুষ। দোষীদের শাস্তির দাবিতে যখন গোটা বাংলা সোচ্চার, তখনই যাদবপুরে আরজি কর আন্দোলন থেকে ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ স্লোগান শোনা গিয়েছে বলে দাবি করা হয়। এরপরই সেই স্লোগান নিয়ে এক পোস্টে পাল্টা প্রশ্ন করেন তৃণমূলের কুণাল ঘোষ।
এক পোস্টে কুণাল ঘোষ যাদবপুরে আরজি কর কাণ্ডের প্রতিবাদস্থলে ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ স্লোগান নিয়ে প্রশ্ন তোলেন। সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষের প্রশ্ন,’আর জি করে ন্যায়বিচারের আন্দোলনে ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ স্লোগান! যাদবপুরে এরা কারা?এদের উদ্দেশ্য কী?’ এখানেই শেষ নয়। এরই সঙ্গে কুণাল ঘোষ আরও একাধিক বক্তব্য রেখেছেন। জুনিয়র ডাক্তারদের কথা উল্লেখ করে তাঁর প্রশ্ন,’ জুনিয়র ডাক্তাররা কি ‘আজাদ কাশ্মীরের’ বাসিন্দা ছাড়া রোগী দেখবেন না?’ উল্লেখ্য, পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কুণাল ঘোষের এই ধারালো খোঁচার পাশাপাশি পোস্টে ছিল আরও বেশ কয়েকটি বার্তা। কুণাল ঘোষ সেখানে লেখেন,’ তিলোত্তমা ন্যায়বিচার পাক। আমরা সবাই চাই। কিন্তু লাল মুখ আর মুখোশের আড়ালে অরাজকতার চেষ্টা বন্ধ হোক।
উল্লেখ্য, রাত পোহালেই সুপ্রিম কোর্টে রয়েছে আরজি কর মামলার শুনানি। তার আগে আজ শহর কলকাতায় একাধিক জায়গায় আরজি কর কাণ্ড নিয়ে রাস্তায় মশাল মিছিল দেখা যায়। একটি মিছিল ছিল আরজি কর থেকে শ্যামবাজার, অন্যটি মেডিক্যাল কলেজ থেকে ধর্মতলা, বাকি এসএসকেএম ও এনআরএস থেকে ধর্মতলা, আরেকটি মিছিল ছিল ক্যালক্যাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, সাগর দত্ত মেডিক্যাল কলেজ থেকে ডানলপ, কেপিসি মেডিক্যাল কলেজ থেকে যাদবপুর এইটবি বাসস্ট্যান্ড পর্যন্ত। এদিকে যাদবপুর এলাকায় আরজি কর কাণ্ডের প্রতিবাদের সমাবেশে ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ স্লোগান দেখা যায়। আর তা ঘিরেই তুঙ্গে ওঠে পারদ।