ত্রিপুরা

ত্রিপুরা: রাজনগরের পঞ্চায়েত নির্বাচনের জেলা পরিষদের বাম প্রার্থী খুনের ঘটনায় গ্রেপ্তার ২

SHARE

গত ১২ জুলাই বিলোনিয়া মহকুমা রাজনগরের পঞ্চায়েত নির্বাচনের জেলা পরিষদের প্রার্থী বাদল শীল দুর্বৃত্তদের দ্বারা খুন হয়। তিনি চার নং আসনের সিপিআইএম -এর প্রার্থী ছিলেন। সেদিন তিনি মনোনয়ন পত্র জমা দিয়ে ফেরার পর সন্ধ্যায় দুর্বৃত্তরা তাকে বাজারে পেয়ে বেধড়ক মারধর করে। পরবর্তী সময়ে যদি হাসপাতালে মৃত্যু হয় তার।

 এই ঘটনায় পর একটি খুনের মামলা হাতে নিয়ে পি আর বাড়ির থানার পুলিশ তদন্তে নামে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল উত্তর শ্রীরামপুরের প্রদীপ নমঃ এবং চোত্তাকলার পিংকু পোদ্দার সহ কয়েকজনের বিরুদ্ধে। পুলিশ সোমবার অভিযুক্ত প্রদীপ নমঃ এবং পিংকু পোদ্দারকে সোনামুড়া এবং মেলাঘর থেকে আটক করে। পুলিশ জানায় তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তাদের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। তাদের সাথে জড়িত বাকির অভিযুক্তরা এখনো পলাতক। বাকিদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানায় পুলিশ।


SHARE

This website uses cookies.