পোর্ট ব্লেয়ার এখন স্মৃতি! আন্দামানের রাজধানীর নাম বদলে দিল কেন্দ্র, ঘোষণা শাহের

পোর্ট ব্লেয়ারের নতুন নাম হচ্ছে শ্রী বিজয়া পুরম৷ এ দিন এক্স হ্যান্ডেলে এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷

আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হিসেবে পরিচিত পোর্ট ব্লেয়ারের নাম বদলের কারণ ব্যাখ্যাও করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ তিনি দাবি করেছেন, ঔপনিবেশিক প্রভাব কাটাতেই পোর্ট ব্লেয়ারের নাম বদল করা হয়েছে৷ স্বরাষ্ট্রমন্ত্রীর আরও দাবি, পোর্ট ব্লেয়ারের নতুন নাম শ্রী বিজয়া পুরমের মধ্যে দিয়ে স্বাধীনতা আন্দোলনের লড়াই এবং বিজয় প্রতিফলিত হবে৷

https://twitter.com/AmitShah/status/1834555334490554789?t=fGF59vNqYtGTEGvdx5CIyw&s=19

এক্স হ্যান্ডেলে অমিত শাহ লিখেছেন, ঔপনিবেশিক প্রভাব থেকে দেশকে মুক্ত করতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টিভঙ্গি থেকে অনুপ্রাণিত হয়ে পোর্ট ব্লেয়ারের নাম বদল করে শ্রী বিজয় পুরম রাখা হল৷ আগের যে নাম ছিল, তাতে ঔপনিবেশিক ছাপ ছিল৷ কিন্তু নতুন এই নামে স্বাধীনতা আন্দোলনের সংগ্রাম এবং তাতে আন্দামানের অবদান প্রতিফলিত হবে৷ স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের অতুলনীয় স্থান রয়েছে৷’