এবার পাল্টে যাবে দেশের ভোল! তেল এবং গ্যাসে আসবে বিপুল লগ্নি, নেওয়া হল পদক্ষেপ

প্রাকৃতিক তেল থেকে শুরু করে খনিজ গ্যাসের ক্ষেত্রে লগ্নি আকৃষ্ট করার লক্ষ্যে বর্তমানে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার। গত অগাস্ট মাসেই মোদী সরকারের তরফে তেল (Natural Gas) ও গ্যাস খনন এবং উৎপাদনের আইনটি সংশোধনের লক্ষ্যে রাজ্যসভায় বিল পেশ করা হয়েছিল। এমতাবস্থায় কত মঙ্গলবার সেই তেলক্ষেত্র (নিয়ন্ত্রণ এবং উন্নয়ন) সংশোধনী বিল, ২০২৪ পাশ হয়েছে।

তেল এবং গ্যাসে (Natural Gas) আসবে বিপুল লগ্নি:

প্রসঙ্গত উল্লেখ্য যে, মূলত লগ্নি আকৃষ্ট করার লক্ষ্যেই এই নতুন আইনে পেট্রোপণ্য সংক্রান্ত কাজকর্মকে খননের থেকে পৃথক করা হয়েছে। যার জন্য শুরু করা হয়েছে পেট্রোলিয়াম লিজ এবং জরিমানার বিষয়ও। খনিজ তেলের ব্যপ্তিকে প্রসারিত করে তাতে প্রাকৃতিক গ্যাস (Natural Gas) থেকে শুরু করে শেল গ্যাস, কোল বেড মিথেন এবং অপরিশোধিত তেল সহ আরও অনেক কিছুকে যুক্ত করা হয়েছে।

এদিকে, এই বিলের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। এই বিলটিকে স্থায়ী কমিটিতে পাঠানোর দাবি তোলা হয় বিরোধীদের একাংশের তরফে। যেখানে অভিযোগ তোলা হয় এর ফলে রাজ্যের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। যদিও, বিষয়টির পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া দিয়েছেন তেলমন্ত্রী হরদীপ সিংহ পুরী।