পর্যটনের একেবারে ভরা মরসুম দার্জিলিংয়ে। সামনেই আসছে বড়দিন। আর সেই ভরা মরসুমে বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ করে দিল শিলিগুড়ির হোটেল। এবার হোটেল ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছেন, কোনও বাংলাদেশি পর্যটকদের শিলিগুড়ির হোটেলে থাকতে দেওয়া হবে না।
কার্যত শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা কবে এই সিদ্ধান্ত নেন সেদিকে তাকিয়ে ছিলেন গোটা দেশ। এবার সেই কঠোরতম সিদ্ধান্ত নিলেন সেখানকার হোটেল ব্যবসায়ীরা। এমনকী পর্যটনের ভরা মরসুমে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়বেন এটা জেনেও এবার এই কঠিন সিদ্ধান্ত নিয়েই ফেললেন শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার হোটেল ব্যবসায়ীরা।
আর তার জেরে এবার আর বড়দিনের ছুটিতে দার্জিলিংয়ে বেড়াতে এলেও কিছুটা সমস্যায় পড়তে পারেন বাংলাদেশিরা। এদিকে বছরের বিভিন্ন সময়ই দার্জিলিংয়ে বাংলাদেশিদের ভিড় একেবারে চোখে পড়ার মতো।
এমনকী বাংলাদেশের বহু ইউটিউবার রয়েছেন যারা দার্জিলিং নিয়ে ভিডিয়ো করেন। কীভাবে দার্জিলিং আসতে হবে তা ফলাও করে ভিডিয়োতে বলেন তারা। কিন্তু এবার বাংলাদেশি পর্যটকদের জন্য দরজা বন্ধ করে দিল শিলিগুড়ি। মূলত ভারতের বিরুদ্ধে একের পর এক বিদ্বেষী বক্তব্যের পালটা সিদ্ধান্ত হিসাবে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা বাংলাদেশিদের জন্য হোটেলের দরজা বন্ধ করে দিল। তাঁরা এই ধরনের অবমাননাকর বক্তব্য বলা বন্ধ না করা পর্যন্ত এই বয়কট চলবে।