ভারতীয় সংবিধানের প্রণেতা বাবাসাহেব অম্বেডকর সম্পর্কে কেন্দ্রীয় স্বারষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্য আড়াল করতে বিজেপি তৎপর হয়েছে বলে অভিযোগ তুলল কংগ্রেস। দলের অভিযোগ, তাঁদের দলের যে নেতানেত্রীরা সংসদে শাহের বিতর্কিত মন্তব্যের ভিডিয়ো ক্লিপ এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন, তাঁদের নোটিস পাঠানো হয়েছে।
মঙ্গলবার রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর নিয়ে বিতর্কের শেষে জবাবি বক্তৃতায় শাহ বলেন, ‘‘এখন একটা ফ্যাশন হয়েছে, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর…। এত বার ভগবানের নাম নিলে সাত জন্ম পর্যন্ত স্বর্গ লাভ হত।’’ বুধবার থেকেই শাহের বিরুদ্ধে অম্বেডকর-অবমাননার অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে তাঁর ইস্তফার দাবিতে বৃহস্পতিবার দেশব্যাপী ধর্না বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। অন্য দিকে, শাহের বিরুদ্ধে রাজ্যসভায় স্বাধিকার ভঙ্গের নোটিস দিয়েছে তৃণমূল। শাহের মন্তব্যকে বিজেপির ‘দলিত বিরোধী মনোভাব’-এর পরিচয় বলে আক্রমণ শানিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কংগ্রেসের অভিযোগ, তাঁদের যে নেতানেত্রীরা শাহের ভিডিয়ো ক্লিপ পোস্ট করেছিলেন তাঁদের নোটিস পাঠিয়েছে এক্স কর্তৃপক্ষ। অভিযোগ তোলা হয়েছে ভিডিয়ো ‘এডিট’ করার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চাপেই এই পদক্ষেপ বলে বৃহস্পতিবার রাহুল গান্ধী-মল্লিকার্জুন খড়্গের দল অভিযোগ তুলেছে। তাদের দাবি, সমাজমাধ্যম আইন অনুযায়ী কোনও ভিডিয়ো বিকৃত করা হয়ে থাকলে তা প্রকাশে বাধা রয়েছে। কিন্তু নির্বাচিত অংশ পোস্ট করতে কোনও বাধা নেই। তবুও এক্স কর্তৃপক্ষ নোটিস পাঠিয়েছেন।