মাদ্রাসাতে শুধু নয়, জঙ্গি ঘরের কোণেও থাকতে পারে! বাংলাদেশ ইস্যুতে বিস্ফোরক ফিরহাদ

বাংলাদেশের ঘটে চলা অশান্তির আঁচ এবার এসে পড়েছে বাংলাতেও। পশ্চিমবঙ্গ সহ ভারতের একাধিক রাজ্যে বাড়ছে অনুপ্রবেশের আশঙ্কা। এই পরিস্থিতিতে সম্প্রতি কলকাতা সহ কয়েকটি জেলা থেকে ধরা পড়েছে একাধিক জঙ্গি। এবার এই সূত্রেই জঙ্গিদের  সাথে নাম জড়িয়ে যাচ্ছে রাজ্যের অনুমোদিত বেশ কয়েকটি মাদ্রাসার।

বাংলাদেশের অশান্তি নিয়ে যা বললেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)

তারপরেই প্রশ্ন উঠছে, এই সমস্ত মাদ্রাসাগুলির ওপর কি রাজ্যের কোন নজরদারি নেই? এবার এই বিষয়েই তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া দিলেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সামনেই রয়েছে গঙ্গাসাগর মেলায় মেলা। এই মেলা ঘিরে এই মুহূর্তে প্রস্তুতি চলছে জোর কদমে।

এই মেলা সংক্রান্ত বিষয় নিয়ে বাবুঘাট ঘাটে প্রস্তুতি বৈঠকে বসেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ওই বৈঠক থেকেই এদিন মাদ্রাসার জঙ্গি যোগ নিয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘রাজ্যের অনুমোদিত মাদ্রাসার সঙ্গে জঙ্গিদের নাম জড়িয়ে যাওয়ার বিষয়টি ঠিক নয়। সরকারি নজরদারি রয়েছে। তবে মনে রাখতে হবে জঙ্গি মাদ্রাসাতে ঘাঁটি গাড়তে পারে, আবার ঘরের কোণেও লুকিয়ে থাকতে পারে। 

তবে মাদ্রাসায় পুলিশি অভিযান নিয়ে এদিন প্রতিক্রিয়া দিতে গিয়ে ফিরহাদ হাকিম এদিন বলেন, ‘বিষয়টিকে অন্যভাবে দেখা ঠিক নয়। পুলিশ তল্লাশি চালায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে। তাছাড়া বাংলাদেশের অস্থির পরিস্থিতির পর বেড়েই চলেছে অনুপ্রবেশের আশঙ্কা। ইতিমধ্যে এই ঘটনায় একাধিক জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

প্রসঙ্গত এদিন বাবুঘাটের আউট্রম ঘাটের বৈঠকে ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি দফতর সচিব,পৌর কমিশনার ধবল জৈন, পরিবহন সচিব সৌমিত্র মোহন, কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকসহ পৌর আধিকারিক এবং সেনার আধিকারিকরা। প্রসঙ্গত কিছুদিন আগেই সংখ্যাগুরু প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছিলেন ফিরহাদ। যারা জেরে তাঁর গতিবিধির ওপর রাশ টেনেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।