Narendra Modi: ‘মানবতার সাফল্য যুদ্ধক্ষেত্রে নয়’, রাষ্ট্রপুঞ্জের মঞ্চ থেকে বিশ্বশান্তির বার্তা

PM Narendra Modi: এই পরিস্থিতিতে রাষ্ট্রপুঞ্জে প্রধানমন্ত্রী মোদী বলেন, “বিশ্বশান্তি ও সুরক্ষায় একদিকে সন্ত্রাসবাদ মোকাবিলার চ্যালেঞ্জ, আবার সাইবার, মহাকাশ-সহ বিরোধের একাধিক নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। এইসব দিক নজর রেখে, আন্তর্জাতিক পদক্ষেপ অবশ্যই আন্তর্জাতিক উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে হওয়া দরকার।”

নিউইয়র্ক: রাষ্ট্রপুঞ্জের মঞ্চ থেকে বিশ্বশান্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে তিনি বলেন, “মানবতার সাফল্য লুকিয়ে আমাদের সমবেত শক্তির উপর। কখনই তা যুদ্ধক্ষেত্রে নয়।” বিশ্বশান্তি ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক সংগঠনের সংস্কারের কথাও বলেন তিনি।

সোমবার নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের ‘সামিট অব দ্য ফিউচার’ বা ‘ভবিষ্যতের শীর্ষ সম্মেলন’ শীর্ষক আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী মোদী। জলবায়ু পরিবর্তন, লড়াই, মানবাধিকার-সহ একবিংশ শতাব্দীর নানা চ্যালেঞ্জের মোকাবিলায় রাষ্ট্রপুঞ্জে ‘ভবিষ্যতের জন্য চুক্তি’ প্রস্তাব গৃহীত হয়েছে। রাশিয়া-সহ সাতটি দেশ এর বিরোধিতা করেছে। গত ২ বছর ধরে রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই প্রস্তাবের বিরোধিতা করে রাশিয়া বলেছে, আরও আলোচনায় সুযোগ দেওয়া হয়নি।

এই পরিস্থিতিতে রাষ্ট্রপুঞ্জে প্রধানমন্ত্রী মোদী বলেন, “বিশ্বশান্তি ও সুরক্ষায় একদিকে সন্ত্রাসবাদ মোকাবিলার চ্যালেঞ্জ, আবার সাইবার, মহাকাশ-সহ বিরোধের একাধিক নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। এইসব দিক নজর রেখে, আন্তর্জাতিক পদক্ষেপ অবশ্যই আন্তর্জাতিক উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে হওয়া দরকার।” রাষ্ট্রপুঞ্জের মঞ্চে দারিদ্র দূরীকরণে ভারতের সাফল্যের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনদিনের সফরে আমেরিকা এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠাসা কর্মসূচিতে ভরা তাঁর এই সফর। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। কোয়াড সম্মেলনে অংশ নেন। আবার বিশ্বের প্রথম সারির টেকনোলজি সংস্থাগুলির সিইও-দের সঙ্গে বৈঠক করেন।