মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্যক্তিগত মিটিং করলেন। গ্রিনভিলে তাঁর বাসভবনে তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। হোয়াইট হাউজের তরফে একথা জানানো হয়েছে।
আমেরিকায় কোয়াডের বৈঠকে নাম না করে চিনকে স্পষ্ট বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার (স্থানীয় সময় অনুযায়ী) আমেরিকার উইলমিংটনে কোয়াড (ভারত, জাপান, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার গোষ্ঠী) সম্মেলনের শুরুতেই মোদী স্পষ্টভাবে বলে দেন, ‘মুক্ত, গঠনমূলক, সমৃদ্ধশালী ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় (অঞ্চলই হল) আমাদের অগ্রাধিকারের (বিষয়)।’ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের উপস্থিতিতে মোদী আরও বলেন, ‘আমরা কারও বিরুদ্ধে নই। আমরা সকলেই নিয়ম মেনে চলা আন্তর্জাতিক ব্যবস্থা; সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান বজায় রাখার এবং শান্তিপূর্ণভাবে সমস্ত বিষয়ের সমাধানের পক্ষে আছি।
চিনকে বার্তা মোদীর
কোনও দেশের নাম মুখে না আনলেও মোদীর সেই মন্তব্যের নিশানায় যে চিন ছিল, তা বুঝতে কারও অসুবিধা হয়নি। কারণ দক্ষিণ চিন সাগর এবং পূর্ব চিন সাগরকে নিজেদের কুক্ষিগত করে রাখতে চায় বেজিং। পুরো দক্ষিণ চিন সাগরের উপরে তাদের একার আধিপত্য আছে বলে বেজিংয়ের তরফে দাবি করা হয়। যদিও ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপিন্স, ব্রুনেই এবং তাইওয়ান সেই ক্ষমতার আস্ফালন মেনে নেয় না।
‘কোয়াড থাকবে…’
আর সেই ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনা আগ্রাসন রুখতে কোয়াড যে আগামিদিনেও হাতে হাত মিলিয়ে কাজ করবে, তা স্পষ্ট করে দিয়েছেন মোদী। বিশেষত কোয়াড আগে থাকলেও মূলত বাইডেনের আমলেই সেই চতুর্দেশীয় অক্ষের গুরুত্ব বৃদ্ধি পায়। তিনিই কোয়াডকে রাষ্ট্রনেতাদের মঞ্চ হিসেবে তুলে ধরেন। কিন্তু কয়েকদিন পরে বাইডেন আর আমেরিকার প্রেসিডেন্ট থাকবেন না। সেই পরিস্থিতিতে আবারও কোয়াডের গুরুত্ব কমে যাবে কিনা, তা নিয়ে একাধিক মহলে প্রশ্ন উঠছিল।
সেইসব যাবতীয় শঙ্কা দূরে সরিয়ে রেখে শনিবার (স্থানীয় সময় অনুযায়ী) মোদীর কাঁধে হাত রেখে বাইডেন বলেন, ‘নভেম্বরের অনেক পরেও (কোয়াড থাকবে)। নভেম্বরের অনেক পরেও (কোয়াড থাকবে)।’ বাইডেনের সেই মন্তব্য শুনে মোদীও হেসে ফেলেন। ‘থাম্বস আপ’ দেখান ভারতের প্রধানমন্ত্রী।
‘মানবজাতির জন্য গুরুত্বপূর্ণ কোয়াড’
সেই রেশ ধরেই ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের বার্তাটা স্পষ্ট – কোয়াড থাকবে। সাহায্য করতে (কোয়াড থাকবে)। জোট বাঁধতে (কোয়াড থাকবে)। একে অপরের পরিপূরক হয়ে উঠতে (কোয়াড থাকবে)।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘আমাদের এই বৈঠক এমন একটা সময় হচ্ছে, যখন উত্তেজনা এবং সংঘাতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে বিশ্ব। সেই পরিস্থিতিতে গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রেখে কোয়াড যে কাজ করছে, তা পুরো মানবজাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।’