প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই যে তাঁর পডকাস্টের পরবর্তী অতিথি, একটি ট্রেলারের মাধ্যমে সেই সম্ভাবনা আগেই উস্কে দিয়েছিলেন কামাথ৷ পডকাস্টে হাজির হয়ে প্রধানমন্ত্রীও বলেন, তিনি আশা করেন যে দর্শকের এই কথোপকথন ভাল লাগবে৷
এই পডকাস্ট শোয়ে হাজির হয়ে একাধিক প্রশ্নের খোলামেলা জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী৷ স্বীকার করে নিয়েছেন, কাজ করতে গিয়ে তাঁরও ভুল হয়৷ প্রধানমন্ত্রী বলেন, ‘গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন আমি একবার একটি অনুষ্ঠানে গিয়ে বলেছিলাম, আমি দেবতা নই, মানুষ হিসেবে আমারও ভুল হয়৷’