Manmohan Singh Passes Away: মনমোহনকে বিদায় জানাতে নিগমবোধি ঘাটে উপস্থিত মোদী

শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। মনমোহন সিংয়ের প্রয়াণে ৭ দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে। কংগ্রেসের তরফেও যাবতীয় কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে।

নিগমবোধি ঘাটে উপস্থিত নরেন্দ্র মোদী, অমিত শাহ, সোনিয়া গান্ধী

নিগমবোধি ঘাটে আজ মনমোহন সিং-কে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী সহ শীর্ষস্তরের রাজনৈতিক নেতা-নেত্রীরা।

তৈরি হবে মনমোহন সিং ‘মেমোরিয়াল’

কেন্দ্রের তরফে শুক্রবার রাতে এই বিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, স্মৃতিসৌধের জন্য জায়গা চেয়ে কেন্দ্রের কাছে অনুরোধ করেছিলেন কংগ্রেস সভাপতি খাড়গে।

আকবর রোডে নিয়ে যাওয়া হল দেহ

আজ, শনিবার শেষকৃত্য প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর। শেষ শ্রদ্ধা জানাতে একে একে উপস্থিত হচ্ছেন বিশিষ্টজনেরা। আকবর রোডে নিয়ে যাওয়া হল দেহ।

এমন জায়গায় শেষকৃত্য করা হোক, যেখানে স্মৃতিসৌধ করা যাবে’, মোদীকে চিঠি কংগ্রেসের

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ নির্মাণের আবেদন। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তাঁর আবেদন, এমন জায়গায় শেষকৃত্য করা হোক, যেখানে স্মৃতিসৌধ করা যাবে। চিঠি লেখার আগে এদিন সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনেও কথা বলেন খাড়্গে। প্রধানমন্ত্রীকে লেখা চিঠি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে কংগ্রেস।