Major rule changes, more benefits to central govt employees ahead of DA hike
SHARE

উৎসবের মরশুমের মুখে কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য স্কিমের (সিজিএইচএস) নিয়ম পরিবর্তন করল স্বাস্থ্য মন্ত্রক। সিজিএইচএস কার্ডধারীরা যাতে আরও সহজে স্বাস্থ্য পরিষেবা পান, সেটার জন্য সেই নিয়ম পরিবর্তন করা হয়েছে। যে নিয়মের মাধ্যমে সরকারি হাসপাতাল এবং নথিভুক্ত বেসরকারি হাসপাতালে (CGHS-র আওতায় থাকা) রোগীদের রেফার করার প্রক্রিয়া এবং চিকিৎসার প্রক্রিয়াকে আরও সরল করা হয়েছে।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জারি করা একটি নোটে জানানো হয়েছে, গত ২৮ জুন যে নির্দেশিকা জারি করা হয়েছিল, সেটার প্রেক্ষিতে একাধিক প্রশ্ন এসেছে। বিভিন্ন বিষয় নিয়ে জানতে চাওয়া হয়েছে। সেই পরিস্থিতিতে একটি ‘স্ট্যান্ডার্ড অপারেটর প্রসিডিওর’ তৈরি করা হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে। 

জরুরি ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য স্কিমের থেকে রেফারের ছাড়পত্র লাগবে না স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংগঠনগুলির। যে হাসপাতালে চিকিৎসা চলছে, সেখানকার বিশেষজ্ঞের থেকে জরুরি এমার্জেন্সি সার্টিফিকেট জোগাড় করে আনলেই উপভোক্তারা নগদবিহীন চিকিৎসার সুবিধা পাবেন।

CGHS-তে নথিভুক্ত হাসপাতালে বিশেষজ্ঞের পরামর্শের জন্য সত্তরোর্ধ্ব উপভোক্তাদের কোনও রেফারেলের প্রয়োজন নেই। তালিকাভুক্ত যে কোনও প্রক্রিয়ার জন্য রেফার করার কোনও বিষয় থাকবে না। তবে তালিকায় না থাকা প্রক্রিয়াগুলির জন্য আগে থেকে কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য স্কিম (সিজিএইচএস) কর্তৃপক্ষের অনুমোদন লাগবে বলে জানানো হয়েছে।

যে CGHS উপভোক্তাদের পোস্ট-কার্ডিয়াক সার্জারি, পোস্ট-অর্গ্যান ট্রান্সপ্ল্যান্ট, পোস্ট নিউরোসার্জারি, এন্ড-স্টেজ রেনাল স্টেজ, ক্যানসার, অটো-ইমিউন ডিস-অর্ডার এবং নিউরোজিক্যাল ডিস-অর্ডারের মতো সমস্যা আছে, তাঁরা প্রাথমিক রেফারেলের ভিত্তিতে সময়সীমার কোনওরকম বিধিনিষেধ ছাড়াই ‘কনসালটেশন’ করতে পারবেন।


SHARE