AMIT SHAH
SHARE

কয়েকদিন আগে বাংলায় এসে অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছিলেন অমিত শাহ। আর এবার পড়শি রাজ্য ঝাড়খণ্ডে ভোট প্রচারে গিয়েও বাংলার প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করালেন শাহ। অনুপ্রবেশের জন্যে কার্যত বাংলার শাসকদল ও স্থানীয় প্রশাসনের ঘাড়ে দোষ চাপালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রিপোর্ট অনুযায়ী, ঝাড়খণ্ডে ভোট প্রচারে গিয়ে বাংলার উদাহরণ তুলে ধরে অমিত শাহ বলেন, ‘পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ বন্ধ হয়নি। কারণ সেখানে স্থানী প্রশাসনই অনুপ্রবেশে মদত দেয়। ঝাড়খণ্ডেও একই কারণে অনুপ্রবেশ বন্ধ হয়নি।

স্থানীয় প্রশাসন এখানেও অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে।’ এরই সঙ্গে ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠিত করার আবেদন জানিয়ে অমিত শাহ বলেন, ‘এখানে বিজেপি সরকার গঠন হলে দলের নেতা-কর্মী থেকে মুখ্যমন্ত্রী, সবাই অনুপ্রবেশ আটকাবেন। অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে দেশ থেকে।

ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকারকে তোপ দেগে অমিত শাহ বলেন, ‘সাঁওতাল পরগনায় আদিবাসী মানুষের সংখ্য়া ক্রমেই কমছে। অনুপ্রবেশকারীরা আসছে দলে দলে। আমাদের মেয়েদের বিয়ের প্রলোভন দেখাচ্ছে। তাদের জমি দখল করছে। এটা যদি বন্ধ করা না যায় তবে ঝাড়খণ্ডের পরিচিতি, তাদের সংস্কৃতি, কাজের সুযোগ, জমির অধিকার, মেয়েদের সুরক্ষা কোনওটাই রক্ষা করা যাবে না। সেকারণেই বিজেপি স্লোগান তুলছে – রোটি, বেটি আর মাটি। ঝাড়খণ্ডে নারী নির্যাতনকারী অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে দেওয়া হবে।


SHARE