কলকাতা মেট্রো: নোয়াপাড়া মেট্রো কবে বারাসতে পৌঁছাবে? মুখ খুললেন মন্ত্রী

দু’বছরের মধ্যেই কি কলকাতা মেট্রোর ইয়েলো লাইনের নোয়াপাড়া থেকে বারাসত পর্যন্ত পুরো অংশে বাণিজ্যিক পরিষেবা শুরু হয়ে যাবে? তেমনই আশাপ্রকাশ করেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ। তিনি জানিয়েছেন, নোয়াপাড়া-বারাসত মেট্রোর কাজ চলছে। আশা করা হচ্ছে যে ২০২৬ সালেই বারাসতে পৌঁছে যাবে। যদিও বিষয়টি নিয়ে মেট্রো কর্তৃপক্ষের তরফে নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। 

এমনিতে মন্ত্রী যেদিন সেই বার্তা দিয়েছেন, তার আগেরদিনই নোয়াপাড়া-বারাসত করিডরের নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট অংশে প্রস্তুতিমূলকভাবে দৌড়েছে মেট্রো রেক। মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডির পরিদর্শনের আগে সেই প্রস্তুতিমূলক দৌড় চালানো হয়। জেনারেল ম্যানেজারের পরিদর্শনের সময় যাতে কোনওরকম বিপত্তি না ঘটে, সেজন্য সেই পরীক্ষা-নিরীক্ষা চালানো হয় শনিবার।

মেট্রোর যা পরিকল্পনা, তাতে আগামী মার্চের মধ্যে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত অংশে বাণিজ্যিক পরিষেবা শুরু করা হবে। গত মার্চেই নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত অংশে পরিদর্শন সেরে গিয়েছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস)। ওই অংশকে দেওয়া হয়েছিল সবুজ সংকেত। এবার এয়ারপোর্ট পর্যন্ত সিআরএস অনুমোদন পেয়েই ৬.২৫ কিলোমিটার অংশে পরিষেবা শুরু করা হবে।