শেখ হাসিনা পরবর্তী সময়ে চলতি বছরে দুর্গাপুজো ঘিরে ক্রমাগত ইসলামপন্থী সংগঠনের হুঁশিয়ারির সুর চড়া হচ্ছে বাংলাদেশে। হাতে গোনা আর কয়েক দিন রয়েছে বাঙালির প্রাণের উৎসব শুরু হতে। তবে তার আগে কট্টর ইসলামপন্থী সংগঠন ‘ইনসাফ কিমকারি ছাত্র জনতা’ সংগঠনের তরফে দুর্গাপুজো ঘিরে এসেছে হুঁশিয়ারির সুর। সদ্য তারা বাংলাদেশে দুর্গাপুজো উদযাপন, প্রতিমা বিসর্জন নিয়ে হুঁশিয়ারি দিয়েছে।
ঢাকায় খেলার মাঠ ব্যবহার করে দুর্গাপুজো করার বিরুদ্ধে সুর চড়িয়েছে এই ইসলামপন্থী সংগঠন। তা নিয়ে ঢাকার সেক্টর ১৩তে ইনসাফ কিমকারি ছাত্র জনতা’ প্রতিবাদে সরব হয়েছে। উল্লেখ্য, যে মাঠে পুজো করা নিয়ে তারা আপত্তি তুলেছে, সেখানে বহু বছর ধরে দুর্গাপুজো হয়ে আসছে। উল্লেখ্য, শেখ হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশে বর্তমানে রয়েছে মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। ইউনুসের আমলে এবার বাংলাদেশে দুর্গাপুজোর ছুটি নিয়েও প্রতিবাদের সুর ইসলামপন্থী সংগঠনের কণ্ঠে। যদিও প্রশাসন নিরাপত্তার আশ্বাস দিয়েছে পুজো উদযাপন ঘিরে।
এই ইসলামপন্থী সংগঠনের দাবি, দুর্গাপুজোর উদযাপনে বেশ কিছু বিধি নিষেধ আরোপ হোক বাংলাদেশে। সদ্য তারা যে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে নামে, সেই প্ল্যাকার্ডে লেখা ছিল,’ রাস্তা বন্ধ করে কোথাও পুজো করা যাবে না, প্রতিমা বিসর্জন করে জলদূষণ করা যাবে না, প্রতিমা পুজো হবে না।’ পরিবেশ দূষণের কারণকে সামনে রেখে দুর্গাপুজোর উদযাপন বন্দ করা নিয়ে তারা ১৬ দফা দাবিতে সরব হয়েছে বাংলাদেশে।
ইনসাফ কিমকারি ছাত্র জনতা সংগঠন যে ১৬ দফা দাবি পেশ করেছে, তাতে বলা হয়েছে, ‘হলিডে’র তালিকা থেকে যেন দুর্গাপুজোকে বাদ দেওয়া হয়। এদিকে, বাংলাদেশের পুলিশ প্রশাসন ও মহম্মদ ইউনুসের সরকার পুজো শান্তিতে আয়োজন করা নিয়ে নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। উৎসবমুখর পরিবেশে যাতে দুর্গাপুজো করা যায়, তার জন্য বার্তা দিয়েছে ইউনুস সরকার। বাংলাদেশ পুলিশের আইপিজি মইনুল ইসলাম জানিয়েছেন, পুজোয় সেখানে থাকবে পর্যাপ্ত নিরাপত্তা।