rgkar kolkata 1
SHARE

থ্রেট কালচার ঘিরে এবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ বড় পদক্ষেপ নিয়েছে। হাসপাতালের ১৩ জন সিনিয়র ডাক্তারের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত কমিটিকে তদন্তের নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই এই তদন্তের নির্দেশ দিয়ে হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় অভ্যন্তরীণ তদন্ত কমিটিকে চিঠি দিয়েছেন। কী লেখা রয়েছে সেই চিঠিতে?

উল্লেখ্য, থ্রেট কালচার নিয়ে হাসপাতালে ইতিমধ্যেই একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গড়া হয়েছে, সেই কমিটির কাছেই রিপোর্ট চাওয়া হয়েছে। এই বিষয়ে যে চিঠি দেওয়া হয়েছে কমিটিতে, সেখানে বলা হয়েছে, বিভিন্ন সময় আরজি কর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার ও পড়ুয়াদের কাছ থেকে কর্তৃপক্ষ এই ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছে। এদিকে, জানা যাচ্ছে, যে ১৩ জনের নাম তদন্ত কমিটির কাছে গিয়েছে, কাদের মধ্যে নির্যাতিতার পোস্ট মর্টেম করা চিকিৎসকও রয়েছেন। সিবিআই, আরজি করে আর্থিক দুর্নীতির মামলায় যাঁদের বাড়িতে হানা দিয়েছিল, তাদের মধ্যে থেকেও একজন চিকিৎসক এই ১৩র তালিকায় রয়েছেন।

আরজি কর কর্তৃপক্ষের নির্দেশ, এই ১৩ জনের বিরুদ্ধে যে তথ্য পাওয়া যাবে, তা রিপোর্ট হিসাবে তুলে দিতে হবে। এছাড়াও বলা হয়েছে, এঁদের বিরুদ্ধে পাওয়া নথিও জমা দিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। এদিকে, থ্রেট কালচার নিয়ে হাসপাতালে জুনিয়র ডাক্তার ও মেডিক্যাল পড়ুয়ারা হুমকির শিকার বলে ইতিমধ্যেই অভিযোগ তুলেছেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে মোট ৫০র বেশি জনকে চিহ্নিত করা গিয়েছে। এঁদের মধ্যে কেউ হাউস স্টাফ, কেউ ইন্টার্ন কেউ বা চিকিৎসক। এঁদের বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। কমিটি অভিযোগ খতিয়ে দেখছে।


SHARE