জাতীয় পতাকার অবমাননা, বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধ করল কলকাতা ও ত্রিপুরার হাসপাতাল

ওপার বাংলায় হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ। জনরোষ বাড়ছে এপার বাংলায়। এ বার বাংলাদেশি রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়া বন্ধের ঘোষণা করল কলকাতার একটি হাসপাতাল। একই পথে হেঁটে বাংলাদেশি রোগী দেখা বন্ধ করলেন এক চিকিৎসকও।

উত্তর কলকাতার মানিকতলা এলাকার জে এন রে হাসপাতালের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করা হয়েছে। সে বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘আপাতত বাংলাদেশি রোগী দেখা বন্ধ। ভারতের চিকিৎসায় সুস্থ থেকে ভারতের জাতীয় পতাকার অবমাননা, এটা হতে পারে না।’ এ প্রসঙ্গে এই সময় অনলাইনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট হাসপাতালের ডিরেক্টর শুভ্রাংশু ভক্ত বলেন, ‘কারণটা খুব স্পষ্ট। যারা আমাদের দেশের সাহায্য নিয়ে স্বাধীনতা অর্জন করল, সেখানকার বর্তমান প্রজন্ম ভারতের জাতীয় পতাকার অবমাননা করছে। এমনটা মেনে নেওয়া যায় না। তাদের জন্য আমাদের দরজা খোলা রাখার দরকার নেই বলেই মনে করি। গোটা বিশ্ব দেখছে বাংলাদেশে কী হচ্ছে। ওখানকার মানুষ এর পরও কোন মুখে এখানে আসছে?

রোগী ফিরিয়ে ‘ডক্টর্স ওথ’-এর অবমাননা হচ্ছে না? এ প্রসঙ্গে হাসপাতালের ডিরেক্টর বলেন, ‘আমাদের সিদ্ধান্ত যদি অমানবিক হয় তাহলে ওখানে যা হচ্ছে তা কি মানবিক? আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, ধীরে ধীরে আরও অনেকে এই সিদ্ধান্ত নেবেন।’ এই মুহূর্তে কোনও বাংলাদেশি রোগী এই হাসপাতালে ভর্তি নেই। তবে নতুন করে আর ওপার বাংলার কোনও রোগী ভর্তি নিচ্ছে না জে এন রে হাসপাতাল। কোনওরকম এনকোয়্যারি এলে স্পষ্টভাবে সিদ্ধান্তের কথা জানিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

আগরতলা : আজ বিকালে ILS হাসপাতালের আগরতলা শাখায় বাংলাদেশী রোগীদের চিকিৎসা বন্ধ করার ঘোষণা দিলেন ILS হাসপাতাল কর্তৃপক্ষ।