ভারত বনাম অস্ট্রেলিয়া : আগ্রাসী অর্ধশতরান হেডের, প্রথম ইনিংসে লিড নেওয়া শুরু অজিদের

ডিআরএসের ক্ষেত্রে সরকারি সম্প্রচারকারীদের ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন উঠল অস্ট্রেলিয়ায়। শনিবার মিচেল মার্শের বিরুদ্ধে এলবিডব্লুর জন্য ভারত যখন রিভিউ নেয়, তখন এমন ছবি দেখানো হয়, যা দেখে তৃতীয় আম্পায়ার নিশ্চিত হতে পারেননি যে বলটা প্রথমে ব্যাটে লেগেছে নাকি প্যাডে আছড়ে পড়েছে। আর তার জেরে মার্শকে নট-আউট দিয়ে দেন তৃতীয় আম্পায়ার। সেই নট-আউটের সিদ্ধান্ত ঘোষণার ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই সরকারি সম্প্রচারীদের তরফে একটা এমন দৃশ্য দেখানো হয়, যা থেকে স্পষ্ট ছিল যে বলটা প্রথমে মার্শের প্যাডে লেগেছে। আর তারপরই কমেন্ট্রি বক্সে অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ম্যাথু হেডেন প্রশ্ন তোলেন, সবসময় আম্পায়ার সিদ্ধান্ত নিয়ে নেওয়ার পরে কীভাবে ভালো ছবি দেখানো হয়?

ভারতের ইনিংস শেষ ১৮০ রানে

গোলাপি বলের টেস্টে প্রথম ইনিংসে ভারত শেষ ১৮০ রানে। নীতীশ কুমার রেড্ডি ৪২ রান করেন। তিনি দ্রুত রান না তুললে ১৫০ রান পার করাও মুশকিল হত ভারতের। বুমরাদের হাতে লড়াই করার মতো রান তুলে দিলেন নীতীশ। ৬ উইকেট নিলেন স্টার্ক। 

একই ওভারে আউট অশ্বিন এবং হর্ষিত

স্টার্কের বল সামলাতে সমস্যায় ভারত। অস্ট্রেলিয়ার পেসারের হাত থেকে বল বেরিয়ে বেঁকে যাচ্ছে ইংরেজি সি অক্ষরের মতো। সেটাই সমস্যায় ফেলছে ব্যাটারদের। অশ্বিন এলবিডব্লিউ হন স্টার্কের ইয়র্কারে। হর্ষিত বোল্ড হন প্রায় একই রকম বলে।

আউট রোহিত

নৈশভোজের পর মাঠে ফিরেই আউট রোহিত। পাঁচ বছর পর মিডল অর্ডারে ব্যাট করতে নেমেছিলেন তিনি। কিন্তু ৩ রানের বেশি করতে পারেননি। মিডল অর্ডারে ব্যর্থ রোহিত।

শেষ প্রথম সেশন

অ্যাডিলেডে শেষ হল প্রথম সেশনের খেলা। নৈশভোজে যাওয়ার আগেই ৪ উইকেট হারাল ভারত। রাহুল এবং শুভমনের ৬৯ রানের জুটিতে ম্যাচের রাশ ধরার চেষ্টা করেছিল তারা। কিন্তু তা ধরে রাখতে পারেনি। স্টার্কের দাপটে ম্যাচে ফিরল অস্ট্রেলিয়া।

আউট শুভমন

এলবিডব্লিউ শুভমন। অস্ট্রেলিয়ার পেসার বোলান্ডের বলে আউট হলেন তিনি। লেগ সাইডে ফ্লিক করতে গিয়েছিলেন ডানহাতি শুভমন। কিন্তু অফ স্টাম্পের সামনে তাঁর পা পেয়ে যান বোলান্ড। তাতেই আউট শুভমন।

আউট বিরাট

গত ম্যাচে শতরান করা বিরাট, অ্যাডিলেডে ক্যাচের অনুশীলন করালেন স্টিভ স্মিথকে। মাত্র ৭ রান করে আউট হলেন বিরাট। দ্বিতীয় স্লিপে স্মিথের হাতে ক্যাচ দিলেন তিনি।

১৫ ওভার শেষে

যশস্বীর উইকেট হারিয়ে ৫৩ রান তুলেছে ভারত। ওপেনার রাহুলের সঙ্গে তিন নম্বরে নামা শুভমনের জুটি ভরসা দিচ্ছে দলকে।

বোলান্ডের প্রথম ওভার

জস হেজলউডের চোট থাকায় গোলাপি বলের টেস্টে সুযোগ পেয়েছেন স্কট বোলান্ড। তাঁর প্রথম বলেই আউটের আবেদন করেছিল অস্ট্রেলিয়া। তারা মনে করেছিল বল রাহুলের ব্যাটে লেগে উইকেটরক্ষকের হাতে গিয়েছিল। কিন্তু নো বল হওয়ায় আউটটি দেওয়া হয়নি। পরে দেখা যায় বল রাহুলের ব্যাটেও লাগেনি। সেই ওভারেই স্লিপে ক্যাচ দিয়েছিলেন রাহুল। কিন্তু সেটা ধরতে পারেননি খোয়াজা। ফলে বেঁচে যান রাহুল।