Jasprit বুম্রাহ team india
SHARE

ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট ম্যাচটিতে ২৯৫ রানে জিতল ভারত। চতুর্থ দিনের প্রথম সেশনে ভারত নিয়েছিল ২ উইকেট। এরপরে ট্র্যাভিস হেড দারুণ খেলেন। তাঁকে ফেরালেন জসপ্রীত বুমরাহ। চা বিরতির পরেই ২৩৮ রানে শেষ।

ইতিহাস গড়ল ভারত। পার্থে ২৯৫ রানে জিতল ভারত। এই প্রথম পার্থ স্টেডিয়ামে কোনও অতিথি দল হিসাবে ম্যাচ জিতল টিম ইন্ডিয়া। বর্ডার গাভাসকর ট্রফিতে এই মুহূর্তে ১-০ এগিয়ে গেল ভারত। 

চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের শুরু থেকেই জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। চা বিরতির আগে পর্যন্ত অস্ট্রেলিয়া ২২৭ রানে ৮ উইকেট হারাল। চা বিরতির আগে মিচেল স্টার্ককে ব্যাক্তিগত ১২ রানে আউট করলেন ওয়াশিংটন সুন্দর। এখন অস্ট্রেলিয়ার জিততে আরও ৩০৭ রান দরকার। ভারতের প্রয়োজন আর মাত্র ২উইকেট।

কেরিয়ারের প্রথম টেস্ট উইকেট শিকার করলেন নীতীশ রেড্ডি। মিচেল মার্শকে ৪৭ রানে আউট করলেন নীতীশ। মাত্র তিন রানের জন্য অর্ধশতরান করতে পারলেন না মিচেল মার্শ। ৪৩.৪ ওভারে ১৮২ রানে সাত উইকেট হারাল অস্ট্রেলিয়া।


SHARE