অর্থনৈতিক সংকটে মুইজ্জুর মালদ্বীপকে ৪০ কোটি ডলারের সহায়তা দিচ্ছে ভারত

অর্থনৈতিক সংকটে থাকা মালদ্বীপের মুইজ্জু সরকারকে ৪০ কোটি ডলারের সহযোগিতা দিচ্ছে মোদির ভারত। মোহাম্মদ মুইজ্জুর ভারত সফরে দুই দেশের মধ্যে সোমবার কারেন্সি সোয়াপ বিষয়ক একটি চুক্তি সই হয়েছে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার (৭ অক্টোবর) ভারতের ‘নেবার ফার্স্ট’ নীতি এবং Security and Growth for All in the Region ভিশন নিয়ে মালদ্বীপের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়েছেন। দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের পর এই আলোচনা হয় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে।

মোদী বলেন “ভারত ও মালদ্বীপের সম্পর্ক শতাব্দী প্রাচীন। ভারত মালদ্বীপের নিকটতম প্রতিবেশী এবং ঘনিষ্ঠ বন্ধু,” । তিনি আরও বলেন, “আমাদের প্রতিবেশী নীতিতে মালদ্বীপ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। মালদ্বীপের জন্য ভারত সর্বদা প্রথম বন্ধুর ভূমিকা পালন করেছে।”

সংবাদ মাধ্যম দ্যা প্রিন্ট বলছে, এর আওতায় মালদ্বীপকে অর্থনৈতিক সহায়তার অংশ হিসেবে ৪০ কোটি ডলার ও ৩ হাজার কোটি রুপি দেবে ভারত। 

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সাথে বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বিবৃতিতে বলেন, ‘আমরা সব সময়ই মালদ্বীপের মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়েছি। এ বছর স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ট্রেজারি বিলে মালদ্বীপকে ১০ কোটি ডলার সহায়তা দিয়েছে। আজ মালদ্বীপের জন্য কারেন্সি সোয়াপের আওতায় ৪০ কোটি ডলার ও ৩ হাজার কোটি রুপি সহায়তার চুক্তি হয়েছে।