বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি চলছে। সংখ্যালঘুদের উপর চলছে নির্যাতন। দেশ ছেড়ে পালিয়ে আসছে সংখ্যালঘুরা। পাল্টা আবার শাক দিয়ে মাছ ঢাকতে বুধবার আখাউড়া সীমান্ত পর্যন্ত লংমার্চ করেছে বাংলাদেশের একটি সংগঠন বিএনপি। এমন পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে আছে ভারত – বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা। দুই দেশের সীমান্তের পরিস্থিতির উপর নির্ভর করে সীমান্ত রক্ষী বাহিনীরা যেমন কঠোর নজরদারিতে রয়েছে, তেমনি রাজ্যের পুলিশ সহ টিএসআর, সিআরপিএফ বাহিনীর টহলদারি চলেছে সীমান্ত এলাকাতে।
বিলোনিয়া ভারত বাংলা সীমান্তের এলাকাগুলোতে এমনই দৃশ্য দেখা গেল বৃহস্পতিবার। সীমান্তে রয়েছে কঠোর নজরদারি। গোটা সীমান্তে দিনরাত চলছে টানটান পরিস্থিতি। পুলিশ প্রশাসনের কাছ থেকে জানা যায়, বিলোনিয়া আন্তর্জাতিক সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি চলছে পুলিশ ও টিএসআর বাহিনীর নজরদারি।
বিলোনিয়া কালিনগর, গিরিধারী চার নাং ব্রীজ, সাড়াসীমা ও ত্রিপুরা বাজার এলকার কাঁটা তার সীমান্ত এলকাতে পুলিশ ও টিএসআর বাহিনীর টহলদারি দেখা যায় বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ। সীমান্ত লাগোয়া বিলোনিয়া শহরের এই এলাকা। দুই দেশের পরিস্থিতি নিয়ে জনমনে যে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে তা দূর করতে এই টহলদারি সহ নজরদারি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস, বলেন এই ধরনের পেট্রোলিং জারি থাকবে।