india t20i team ap photomanish swarup 09003982
SHARE

৮৬ রানে বাংলাদেশকে দ্বিতীয় টি২০ ম্যাচে হারাল ভারত। এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ফলে সিরিজ জিতে নিল ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজ জয়ের পর আবারও টি২০ সিরিজ জিতলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। টেস্ট সিরিজের পর টি২০তেও বাংলাদেশকে হারাল গৌতম গম্ভীরের দল। 

এই ভারতীয় দল গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদবের দল। এই দলের মনে ভয় বলে বোধহয় কিছু নেই। নইলে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-র মধ্যে ৪১ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পরে কোনও দল ভাবতে পারে ২২১ রান করতে পারবে। এই দল পারে। কারণ, এই দলে রিঙ্কু সিংহ, হার্দিক পাণ্ড্যেরা রয়েছেন। দলে এসেছেন নীতীশ রেড্ডির মতো ক্রিকেটার। ম্যাচের যে কোনও পরিস্থিতিই হোক না কেন, খেলার ধরন তাঁরা বদলান না। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সেটাই দেখা গেল।

নিজের শেষ টি২০ সিরিজেও ভারতের বিপক্ষে লড়ে গেলেন মামুদ্দুলাহ। শেষ পর্যন্ত তিনি ২০তম ওভারে আউট হলেন নীতীশ কুমার রেড্ডির বলে। রিয়ান পরাগের হাতে ক্যাচ আউট হয়ে ফিরলেন সাজঘরে, করলেন ৪১ রান। বাংলাদেশ ১৯.৩ ওভারে ১৩২/৯।

বাংলাদেশের অষ্টম উইকেটের পতন। এবার আউট হলেন রিশাদ হোসেন। নীতীশ কুমার রেড্ডির বলে আউট হয়ে সাজঘরে ফিরলেন। ভারতীয় দলের সাতজন বোলার উইকেট পেলেন এই ম্যাচে। দলে বোলারদের ছাড়াও অলরাউন্ডার নীতীশ, রিয়ানরা উইকেট পেলেন। বোলিং করলেন না এখনও হার্দিক পান্ডিয়া।


SHARE