উত্তরাখণ্ডে যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ভিতরে আটকে অন্তত ৩০, একাধিক মৃত্যুর আশঙ্কা!

উত্তরাখণ্ডে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই একটি বাস গিয়ে পড়ল খাদে। বাসটি দুর্ঘটনার অভিঘাতে দুমড়ে মুচড়ে গিয়েছে। ভিতরে অন্তত ৩০ জনের আটকে থাকার সম্ভাবনা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। হতাহতের খবর এখনও জানা যায়নি। কয়েক জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নৈনিতাল জেলার অন্তর্গত রামনগরে সোমবার সকালে বাসটি খাদে পড়ে যায়। অনেক যাত্রীর মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে যে ভিডিয়ো প্রকাশ করেছে পিটিআই, তাতে দেখা যাচ্ছে পাহাড়ি খরস্রোতা নদীর ধারে একটি বাস উল্টে পড়ে রয়েছে। বাসের অধিকাংশ তুবড়ে গিয়েছে। স্থানীয় বহু মানুষ বাস থেকে যাত্রীদের উদ্ধার করার জন্য এগিয়ে যাচ্ছেন। ওই অংশে নদী গভীর না হওয়ায় অনেকে নদী পেরিয়ে বাসের কাছে যাওয়ার চেষ্টা করছেন।

সংবাদ সংস্থা এএনআইয়ের তরফেও উদ্ধারকাজের একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। উদ্ধারকাজে হাত লাগিয়েছে উত্তরাখণ্ডের রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। সঙ্গে রয়েছে পুলিশও।