যুব সমাজের মধ্যে নেশামুক্ত ত্রিপুরা নির্মাণের বার্তা দিতে যুব মোর্চার থেকে সুবিশাল বাইক র‍্যালি

রাজ্যের যুব সমাজের মধ্যে নেশামুক্ত ত্রিপুরা নির্মাণের বার্তা পৌঁছে দিতে ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ তরফ থেকে সুবিশাল বাইক র‍্যালির আয়োজন করেছে। এই বাইক র‍্যালিটি সাব্রুমের মৈত্রী সেতুর সামনে থেকে শুরু হয়ে ৭ দিন পর ধর্মনগর গিয়ে শেষ হবে।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি তথা নবনিযুক্ত সাংসদ রাজীব ভট্টাচার্য্য , প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব, ৩৯ মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ, বিজেপির দক্ষিণ জেলার সভাপতি শংকর রায়, নেতৃত্ব অমিত রক্ষিত, শম্ভু লাল চাকমা, জেলা যুব মোর্চার সভাপতি বিপুল ভৌমিক সহ একাধিক নেতৃত্ব।

এদিন সাংসদ রাজীব ভট্টাচার্য্য বলেন, রাজ্যের একপ্রান্ত থেকে অন্য প্রান্তের যুব সমাজকে ঐক্যবদ্ধ করার প্রদেশ যুব মোর্চার একমাত্র লক্ষ্য। এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং যুব মোর্চার সকল ভাইদের অনেক অনেক শুভকামনা জানালেন তিনি।