অধ্যাপককে হেনস্থা, আদালতের নির্দেশে মোটা অঙ্কের জরিমানা দিল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়

সুমন সাহা, আগরতলা :  ত্রিপুরা উচ্চ আদালতের নির্দেশে জরিমানা দিল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। উচ্চ আদালতের নির্দেশে সহকারী অধ্যাপক ড. রজত দেবকে ২৫ হাজার টাকা জরিমানা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নিয়ামক ড. দীপক শর্মা জরিমানা বাবদ ২৫ হাজার টাকার চেক চিঠির মাধ্যমে প্রেরণ করেন। 

ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ রিট আবেদনকারী ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. রজত দেবের কাছে জরিমানা বাবদ ২৫ হাজার টাকা প্রদান করার জন্য ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছিলেন। উল্লেখ্য ড. রজত দেবের অধ্যাপক পদের আবেদনপত্র জমা দেওয়ার জন্য আবশ্যক অভিজ্ঞতার শংসাপত্র বিশ্ববিদ্যালয় প্রদান না করার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট পর্যবেক্ষণ দিয়েছিল যে, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় অভিজ্ঞতার শংসাপত্র প্রদান না করে অধ্যাপককে মানসিকভাবে হেনস্থা করেছে।

এই কারণে অকারণে উচ্চ আদালতে মামলা করতে বাধ্য করেছে। তার খেসারত হিসেবে মামলাকারীকে আর্থিক ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম অরিন্দম লোধ।