Donald Trump: ‘স্বর্ণযুগের সূচনা হবে, দ্বিতীয়বার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প

US President Election 2024: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আবারও একবার হোয়াইট হাউসে বসতে চলেছেন তিনি।

ওয়াশিংটন: শেষ হাসি হাসলেন ট্রাম্পই। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আবারও একবার হোয়াইট হাউসে বসতে চলেছেন তিনি। এর মধ্যেই তিনি জয়ের বক্তৃতা দিলেন। বললেন, “আমেরিকার স্বর্ণযুগের সূচনা হতে চলেছে”। একইসঙ্গে অনুপ্রবেশ নিয়েও সুর চড়ালেন তিনি। বললেন, “এবার যেকোনও ভাবে আমেরিকায় অনুপ্রবেশ বন্ধ হবেই”।

মঞ্চে উঠেই ‘বিপুল জয়ের’ জন্য আমেরিকাবাসীকে ধন্যবাদ জানান ট্রাম্প। বলেন, “সমালোচকদের ভুল প্রমাণিত করে আমরা জয়ী হতে চলেছি। আমেরিকা অভূতপূর্ব এবং শক্তিশালী রায় দিয়েছে।” তার পরেই ফের ‘আমেরিকাকে আবার শ্রেষ্ঠ করব’ স্লোগানটি দেন ট্রাম্প। ট্রাম্প যখন ভাষণ দিচ্ছেন, তখন তাঁর সমর্থকেরা এক নাগাড়ে ‘আমেরিকা-আমেরিকা’ স্লোগান দিতে থাকেন।

ট্রাম্প উদ্বেলিত সেই সমর্থকদের উদ্দেশে বলেন, “সব সমস্যার সমাধান করব। আমরা আবার আমেরিকার সোনালী যুগ ফিরিয়ে আনব। নিজের রাজনৈতিক সাফল্যের জন্য পরিবার, বিশেষত স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ জানান ট্রাম্প।