পৃথক রাজ্যের দাবি, অনির্দিষ্টকালের রেল অবরোধে গ্রেটার কোচবিহার, বাতিল বন্দে ভারত

ফের রেল অবরোধে নামল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। পৃথক রাজ্যের দাবিতে অসম বাংলা সীমান্তের জোড়াই স্টেশনে শুরু হয়েছে রেল অবরোধ। বিগত দিনে নিউ কোচবিহার স্টেশনে দিনের পর দিন ধরে রেল অবরোধ করেছিল GCPA। ফের সেই টানা অবরোধের সিঁদুরে মেঘ। 

এদিকে এই অবরোধের জেরে স্বাভাবিকভাবেই উত্তর পূর্ব ভারতের সঙ্গে রেল যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। সব মিলিয়ে যাত্রী ভোগান্তি ক্রমশ বাড়ছে। একাধিক দূরপাল্লার ট্রেনকে বাতিল করা হচ্ছে বলে খবর। একাধিক ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রচুর কর্মী সমর্থক বুধবার সকাল থেকেই জোড়াই স্টেশনের কাছে রেললাইনে বসে পড়েন। 

উত্তর পূর্ব ফ্রন্টিয়ার রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ১১ই ডিসেম্বর ২২২২৭নিউ জলপাইগুড়ি গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসকে বাতিল করা হচ্ছে। ২২২২৮ গুয়াহাটি নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস বাতিল। বঙ্গাইগাঁও নিউ জলপাইগুড়ি ও নিউ জলপাইগুড়ি বঙ্গাইগাঁও এক্সপ্রেস বাতিল করা হয়েছে। কামাখ্যা রাজেন্দ্রনগর এক্সপ্রেসকে  ফকিরগ্রাম, গোলকগঞ্জ নিউ কোচবিহার, আলিপুদুয়ার হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে যাত্রীদের মধ্যে উদ্বেগ চরমে। 

জিসিপিএ নেতা পরিমল বর্মন আগেই ফেসবুক বার্তায় জানিয়েছিলেন, আমাদের নেতা বংশীবদন বর্মনের নেতৃত্বে রেল অবরোধ সফল করার উদ্যোগ আমরা নিয়েছি। 

এদিকে বংশীবদন বর্মনের সঙ্গে তৃণমূলের কিছুটা ঘনিষ্ঠতা রয়েছে। সেক্ষেত্রে গ্রেটার নেতার নেতৃত্বে এই রেল অবরোধকে ঘিরে ফের নানা প্রশ্ন। তবে তৃণমূল নেতৃত্ব গ্রেটারের এই রেল অবরোধকে একেবারেই সমর্থন করছে না। অবরোধের মাধ্যমে সাধারণ মানুষের অসুবিধা হোক এটা কোনওভাবেই চায় না শাসক দল।

এনএফ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের তরফে প্রেস রিলিজে বলা হয়েছে,আলিপুরদুয়ার ডিভিশনের জোড়াই স্টেশনে অবরোধ চলছে। সকাল ৬টা ৪৫মিনিটে অবরোধকারীরা আসেন জোড়াই স্টেশনে। সকাল ৮টা পর্যন্ত ৫০০০ অবরোধকারী রেললাইনে বসে পড়েন।সমস্ত লাইন তাঁরা অবরোধ করেছেন। ৫০০র বেশি আরপিএফ , জিরআরপি, স্থানীয় পুলিশ মোতায়েন করা হয়েছে। রেল অবরোধের জেরে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। একাধিক ট্রেন অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ফকিরগ্রাম, গোলকগঞ্জ নিউ কোচবিহার হয়ে একাধিক ট্রেন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। রেলযাত্রীদের সুবিধার জন্য বাস, ছোট গাড়ির ব্যবস্থা করা হচ্ছে।