পায়খানা পরিষ্কার করায় কৃতিত্ব, ৪ দিনে কলকাতা দখলের ‘হুংকারের’ জবাব তথাগত রায়ের

পায়খানা পরিষ্কার করায় কৃতিত্ব, বাংলাদেশি প্রাক্তন সেনাকর্তার ‘৪ দিনে কলকাতা দখলের’ হুংকারের জবাবে বেনজির আক্রমণ ত্রিপুরা এবং মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের। উল্লেখ্য, বাংলাদেশের সামরিক বাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে দাবি করা দুই ব্যক্তি সম্প্রতি সমাবেশ করেছিলেন ঢাকার রাওয়া কমপ্লেক্সের নীচে। সেখানেই দুই ব্যক্তিকে বলতে শোনা গিয়েছিল, ‘চারদিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব’, ‘ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সঙ্গে টিকবে না.

আর এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশিদের কটাক্ষ করে তথাগত রায় একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তাতে তিনি লেখেন, ‘এইটা একেবারে লিমিট! যে জাতের কৃতিত্ব শুধু বাচ্চা পয়দা করায়, আর সৌদি আরবে গিয়ে পায়খানা পরিষ্কার করায়, তারা টুপি-দাড়ি-লুঙ্গি নিয়ে ইনশাল্লা ইনশাল্লা বলে হাউ হাউ করলে নাকি আমেরিকা ভয় পেয়ে যাবে, ভারত তো কোন ছাড়! গত কয়েকদিন ধরে বাংলাদেশের কামাছা (কাঠমোল্লা মাদ্রাসা-ছাপ) শ্রেণীর ভূতগুলোর পোস্ট দেখে আমি অভিভূত!

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশের সংবাদমাধ্যম বাংলাদেশ টাইমসের তরফ থেকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সেই রিপোর্ট অনুযায়ী, মাথায় সেই দেশের পতাকার রঙের টুপি পরা এক ব্যক্তি বলেন, ‘সামরিক বাহিনী, ছাত্র-জনতা – আমরা একত্রিত আছি। রাওয়ায় (আমাদের) ৫,০০০ সদস্য আছি। তাঁদের মধ্যে অর্ধেকই নবীন। আমরা ২,৫০০ জন যুদ্ধে মাঠে যেতে পারি। এর সঙ্গে যদি ৩০ লাখ ছাত্র-জনতা যোগ হয়,তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সঙ্গে টিকবে না, ইনশাল্লাহ।

তাঁর সেই কথা শেষ হওয়ার আগেই পাশ থেকে নিজেকে বাংলাদেশ সেনার প্রাক্তন সদস্য দাবি করা এক ব্যক্তি আবার কলকাতা দখলের হুমকি দিয়ে বসেন। ওই সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, রীতিমতো উত্তেজিত হয়ে ওই বৃদ্ধ বলেন যে ‘আমি মেজর শরিফ। আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি….আমরা দু’লাখ সৈনিক (আছি)। আমাদের সঙ্গে ১৮ কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের থেকে অনেক বেশি। আমরা একবার সাহস করে….আমাদের দেশকে যুদ্ধ….আমরা চারদিনের মধ্যে কলকাতা দখল করে নেব।