সি পি আই (এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রয়াণে আগরতলায় শোক মিছিল বামপন্থীদের

প্রসেনজিৎ দাস, আগরতলা : সি পি আই (এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রয়াণে আগরতলায় শোক মিছিল করেছে বামপন্থীরা। এদিনের মিছিলটি মেলারমাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।এদিনের মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। 

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, টানা ২৪ দিনের লড়াই শেষ করে গতকাল দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সি পি আই (এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। আজ তাঁর দেহ চিকিৎসা বিজ্ঞানের গবেষাণর জন্য দান করা হবে।

এদিন তিনি আরও বলেন, সীতারাম ইয়েচুরির প্রয়াণে সিপিআইএমর কাছে এক বিরাট ধাক্কা খেল। দেশের বামপন্থী, ধর্মনিরপেক্ষ শক্তিগুলির খুবই বড় ক্ষতি হলো। ১৯৭৪ সালে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মধ্য দিয়ে ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন। তারপর থেকে থেকে তাঁর রাজনীতির যুগ শুরু হয়েছিল। ১৯৭৫ সালে তিনি সিপিআইএমের সদস্যপদ অর্জন করেন এবং ১৯৮৫ সালে পার্টির দ্বাদশ কংগ্রেস কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন।