কমিউনিস্টদের মধ্যে যুবদের কোন স্থান নেই। যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে চুল পাকবে ততক্ষণ পর্যন্ত কোন বড় ব্যক্তিত্ব হওয়া যায় না। কিন্তু ভারতীয় জনতা পার্টির মধ্যে চুল না পাকলেও মুখ্যমন্ত্রী হওয়া যায়। তাই যুবদের ভারতীয় জনতা পার্টির সাথে আসা দরকার। ভারতীয় জনতা পার্টির সাথে আসলে ২৭ বছরে বিধায়ক এবং ৩৫ বছরে মুখ্যমন্ত্রী হওয়া যায়। আর কমিউনিস্টদের সাথে গেলে ৭০ বছর বয়সে বিধায়ক হওয়ার সুযোগ পায়।
এর উদাহরণ মন্ত্রী সুধাংশু দাস এবং ২০১৮ সালে বনমালীপুর বিধানসভার কেন্দ্রর প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী অমল চক্রবর্তী। কম বয়সে সুধাংশু দাস বিধায়ক হয়ে মন্ত্রিত্ব পেয়েছেন। অপরদিকে দীর্ঘদিন ধরে ডি ওয়াই এফ আই করে ২০১৮ সালে সিপিআইএম প্রার্থী হয়ে লড়াই করার সুযোগ পেয়েছিলেন অমল চক্রবর্তী। রবিবার ১২ জানুয়ারি বিশ্ব যুব দিবস উপলক্ষে আয়োজিত তারুণ্যের অগ্রযাত্রায় বক্তব্য রেখে এই কথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। প্রদেশ যুব মোর্চার থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংসদ বিপ্লব কুমার দেব বক্তব্য রেখে আরো বলেন, যুবকদের মধ্যে সবচেয়ে বেশি উৎসাহ এবং শক্তি বেশি থাকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান পলিটব্যুরোর সদস্য মানিক সরকারের সাথে যুবদের তুলনা করে বলেন, তিনি কি পারবেন একজন যুবকের সাথে? তাই ভারতীয় জনতা পার্টি যুবকদের গুরুত্ব দেয়। কারণ এই যুবকদের উপর আশা ভরসা আছে দেশবাসীর। তিনি ইতিহাস সাক্ষী করে বলেন, কমিউনিস্ট দ্বারা যুব সমাজের কখনো কল্যাণ হতে পারে না। কারণ তারা যুবকদের ব্যবহার করে। তাই কার্যকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, গ্রামে, শহরে এবং স্কুল কলেজে গিয়ে যাতে বলা হয় যদি যুবদের ভবিষ্যৎ থাকে তাহলে ভারতীয় জনতা পার্টির মধ্যে রয়েছে। এদিন কমিউনিস্টদের এক হাত নিয়ে বলেন, কমিউনিস্টরা কোন কিছুই করতে পারবে না।
তারা ফিউজ বাল্বের মতো। তারা নেবানো মোমবাতির মতো। যতই বড় বড় ম্যাস দিয়ে মোমবাতি জ্বালানোর চেষ্টা করুক না কেন ত্রিপুরা রাজ্যে আর কখনোই কমিউনিস্ট ও ডি ওয়াই এফ আই -এর মোমবাতি জ্বলবে না। আরো বলেন, ত্রিপুরা রাজ্যের দুর্ভাগ্য ছিল ৩৫ বছর ত্রিপুরায় বিরোধীরা কমিউনিস্টদের ভাগানোর জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি। যার কারণে দীর্ঘ ৩৫ বছর ত্রিপুরায় কমিউনিস্টরা রাজ করেছে।
নাহলে ভারতীয় জনতা পার্টির যদি আগেই স্বশক্তিমান হয়ে যেত তাহলে ৩৫ বছর ত্রিপুরায় রাজ করতে পারত না কমিউনিস্টরা। কারণ ত্রিপুরার ভূমি ত্রিপুরেশ্বরী মায়ের ভূমি এবং যুবাদের ভূমি বলে জানান তিনি। আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ রাজিব ভট্টাচার্য, প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব সহ অন্যান্য নেতৃত্ব।