চিন-পাকিস্তানের তোতাপাখি ? ভারতের নীল নকশা জানলে ঠকঠক করে কাঁপবে বাংলাদেশ

ভারতীয় ডাক্তাররা রোগী পাবেন না! বিএনপি নেতাকে জবাব ভারতীয় ডাক্তারদের

জটিল দুরারোগ্য ব্যধির চিকিৎসা হোক বা সাধারণ চেকআপ, বহু বাংলাদেশিরাই ভারতে আসেন চিকিৎসা করতে। তবে বর্তমানের পরিস্থিতি আলাদা। অশান্ত বাংলাদেশ দিয়েছে ভারতীয় পণ্য বয়কটের ডাক। এদিকে ভারতীয় ভিসাও বন্ধ। নিয়মের কড়াকড়িতে বহু বাংলাদেশিই ভারতে আসতে পারছেন না। এরই মধ্যে বিতর্কিত মন্তব্য বিএনপি নেতার। জবাব দিলেন ভারতীয় চিকিৎসকরাও।

ভারতীয়দের লাথি মেরে তাড়ানোর হুমকি তারেক রহমানের!

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বাংলাদেশি নেতাদের হুমকির ভিডিয়ো। একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে ভারতীয়দের লাথ মেরে তাড়ানোর হুমকি দিচ্ছেন তারেক রহমান। ভারতের বিরুদ্ধে হিংসা, ক্ষোভ উগরে দিয়ে বলেন, “রাঙামাটি থেকে সিলেট পর্যন্ত ৪৫ কিমি রাস্তা ভারত আমাদের দেয়নি। ৪০০ কিমি ঘুরে যেতে হয়। তাহলে ভারতকে ১৫০০ কিমি বাঁচানোর জন্য ৪০০ কিমি ট্রানজিট দেওয়া হল?

রান্নার তেল কিনতে মাথায় হাত বাংলাদেশের

বাংলাদেশে অগ্নিমূল্য রান্নার তেল। বাজারে পাওয়াও যাচ্ছে না সয়াবিন তেল। যেটুকু তেল মিলছে, তার জন্যও গুণতে হচ্ছে অতিরিক্ত গ্যাঁটের কড়ি।

খ্রিস্টানদের জন্য নয়া ‘ফতোয়া’

হিন্দুদের উপর লাগাতার নিপীড়নের অভিযোগ তো ছিলই, এবার চর্চায় বাংলাদেশের খ্রিস্টানরা। হিন্দুদের পর এবার সে দেশের খ্রিস্টানদের জন্য নয়া ফতোয়া বাংলাদেশের।

কর্ণপাত করল না আদালত

বৃহস্পতিবারও চট্টগ্রাম আদালতে শোনা হল না জেলবন্দি চিন্ময়কৃষ্ণের জামিন শুনানি এগনোর আর্জি। শুরু থেকেই চিন্ময়কৃষ্ণ প্রভুর আইনজীবী জামিন সওয়ালের আপ্রাণ চেষ্টা করেন। শেষ পর্যন্ত কট্টরপন্থী আইনজীবী ও জজ সাহেবের তোলা অদ্ভুত দাবির মুখে আজকের মতো রণে ভঙ্গ দেন। 

চাপ বাড়ছে হাসিনার

চার মাস হয়ে গেল বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তাঁর বিরুদ্ধে গণহত্যা-সহ একাধিক অভিযোগে মামলাও হয়েছে। এবার আরও বাড়তে চলেছে চাপ। তাঁর অনুপস্থিতিতেই তাঁর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালিয়ে যেতে চায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাঁর ও তাঁর বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসও খতিয়ে দেখা হচ্ছে। কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখতেই এমনটা করা হচ্ছে বলে খবর। উদ্বেগ প্রকাশ করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরাও

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমনকল্যাণ লাহিড়িকে। বাংলাদেশের পিছনে বাংলাদেশ পাকিস্তানের ছায়া দেখছেন তিনি। টিভি৯ বাংলায় এক সাক্ষাৎকারে বলেন, “পাকিস্তান-চিনের মতো বহিরাগত শক্তির মদতে যুদ্ধ লাগানোর চেষ্টা হচ্ছে ওদিকে। আমরা যাতে বাংলাদেশের সঙ্গে যুক্ত করি সেটা অনেকে চাইছে। ওরা চায় যুদ্ধ তিন-চার বছর চলুক। আর ভারতের দু’দিকে পাকিস্তান হয়ে যাবে।”